For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস গড়ল আমিরের 'পিকে', শুধু দেশের বাজারেই ব্যবসা ৩০০ কোটির

Google Oneindia Bengali News

মুম্বই, ৫ জানুয়ারি : ভারতীয় বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করল আমির খান অভিনীত পিকে। এদেশের বাজারেই ৩০০ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যে করে ফেলেছে পিকে। আর আন্তর্জাতিক বাজার মিলিয়ে সেই অঙ্ক প্রায় ৬০০ কোটি ছুঁই ছুঁই।

আরও পড়ুন : প্রথম দু'সপ্তাহে ২৭৬ কোটি টাকার ব্যবসা করল 'পিকে'

আরও পড়ুন : পিকে রিভিউ : একশোতে ৯৯ হিরানিকে, আমির পাবেন ১০১

আরও পড়ুন : 'ওহ মাই গড' ছবিটি বন্ধ করতে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন 'পিকে' নির্মাতারা?

যদি পিকে ৬০০ কোটির ব্যবসা করতে পারে তাহলে ভারতের ইতিহাসে এই ছবিই হবে প্রথম ছবি যা এত টাকার ব্যবসা করবে।

ইতিহাস গড়ল আমিরের 'পিকে', শুধু দেশের বাজারেই ব্যবসা ৩০০ কোটির

মুক্তি পাওয়া থেকে শুরু করে গত রবিবার পর্যন্ত মোট ৩০৫.২৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শুধু রবিবারেই ব্যবসা করেছে ১১.৫৮ কোটি টাকার।

আর সবচেয়ে মজার বিষয় হল আমির খানই ১০০, ২০০ ও ৩০০ কোটির ক্লাব শুরু করেছেন।

রাজকুমার হিরানির থ্রি ইডিয়ট প্রথম ছবি যা বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর গজনী প্রথম ১০০ কোটির অঙ্ক পেরিয়েছিল। অন্যদিকে ধুম থ্রি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি মুনাফার সিনেমা ছিল এতদিন।

হিন্দুত্ববাদীদের একাধিক বাধা আনা সত্ত্বেও বক্স অফিসে শোরগোল ফেলে দিতে সফল হয়েছে পিকে। এখনও আরও পথ চলা বাকি। যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই ভারতীয় চলচ্চিত্রে এক বিশাল ইতিহাস গড়বেন আমির খান।

English summary
Aamir's PK Creates History: Mints 300 Crores At Domestic Box Office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X