৬১-র ম্যাডোনা সম্পর্কে জড়ালেন ২৫এর যুবকের সাথে
বয়স কোনও কালেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি বলি থেকে হলিউডের তারকাদের ক্ষেত্রে। এই তালিকায় আরও এক নতুন জুটি। জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ম্যাডোনার সঙ্গে এবার জড়ালেন বছর ২৫-এর নৃত্যশিল্পী আহমালিক উলিয়ামস। ৬১ বছরের মার্কিন পপ তারকা ম্যাডোনা নাকি উইলিয়ামসের প্রেমে ইতিমধ্যেই হাবুডুবু খাচ্ছেন।

তাদের প্রেমের খবর এখন হলিউডের হট কেক বলা চলে। উলিয়ামসের বাবা ড্রিউকে ম্যাডোনা ইতিমধ্যেই তাঁর ছেলের প্রতি ভালবাসার কথা জানিয়েছেন বলে খবর।
উইলিয়ামসের বাবা এবং মা দুজনেই ম্যাডোনার থেকে ছোট। অন্যদিকে তাঁর ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও, সিনিয়র উলিয়ামস এবং তাঁর স্ত্রীর এই সম্পর্কে কোনও আপত্তি নেই বলেই জানা যাচ্ছে৷ বরং মার্কিন পপ তারকার সঙ্গে তাঁর ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি বলেই জানিয়েছেন তারা৷
২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে মার্কিন পপ তারকা ম্যাডোনার যে শো রয়েছে, সেখানেও তাঁর প্রেমিক উইলিয়ামসের সাথে তার বাবা, মাকেও আমন্ত্রণ জানিয়েছেন ম্যাডোনা।