For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে বাংলা ফিল্মের 'উৎসব'! বেঙ্গলি-কানাড়া ফিল্ম ফেস্টে বাঙালিদের প্রাপ্তির তালিকায় কী থাকছে

বাংলা ফিল্মের উৎসব ঘিরে ক্রমেই সাজো সাজো রব প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে। আর কয়েকদিন বাদেই শহরে আয়োজিত হতে চলেছে এই উৎসব। আাগামী ২১ জুন থেকে ২৩ জুন বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান।

  • |
Google Oneindia Bengali News

বাংলা ফিল্মের উৎসব ঘিরে ক্রমেই সাজো সাজো রব প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে। আর কয়েকদিন বাদেই শহরে আয়োজিত হতে চলেছে এই উৎসব। আাগামী ২১ জুন থেকে ২৩ জুন বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে এক ঝাঁক বাংলা ছবি থাকতে চলেছে।

বেঙ্গালুরুতে বাংলা ফিল্মের উৎসব! বেঙ্গলি-কানাড়া ফিল্ম ফেস্টে বাঙালিদের প্রাপ্তির তালিকায় কী থাকছে

অনুষ্ঠানে বাংলা আধুনিক ছবির তালিকায় কোন দিন কোন ছবি থাকছে দেখে নেওয়া যাক। শুক্রবার ২১ জুন সন্ধ্যে ছ'টায় শুরু হচ্ছে অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পর শনিবার অর্থাৎ ২২ জুন থাকছে বাংলা ছবি 'অব্যক্ত' (দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত ), 'তারিখ' (২:৪৫ মিনিট থেকে ৪:৪৫ মিনিট),'লাদাখ চলে রিক্সাওয়ালা' (দুপুর ১২ টা থেকে ১টা), 'আমি জয় চ্যাটার্জি' (বিকেল ৩টে থেকে ৫ টা), ' আকাশি পুলওভার' ( সন্ধ্যে ৭ টা ১৫ মিনিট থেকে ৯ টা ১৫ মিনিট), 'নগরকীর্তন ' (সন্ধ্যে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত)। এই সমস্ত ক'টি ছবিই দেখার ঠিকানা- 'সিনেপলিস,ফান সিনেমা , কানিংহাম রোড'। এখানের একাধিক অডিটোরিয়ামে দেখানো হবে ছবিগুলি।

বেঙ্গালুরুতে বাংলা ফিল্মের উৎসব! বেঙ্গলি-কানাড়া ফিল্ম ফেস্টে বাঙালিদের প্রাপ্তির তালিকায় কী থাকছে

রবিবার ২৩ জুন থাকছে,'সোয়েটার'( দুপুর ১২ টা-২ টো),'আহা রে' (২:৪৫ মিনিট থেকে ৪:৪৫ মিনিট),'কেদারা ' ( দুপুর ১২ টা থেকে ২ টো ১৫ মিনিট),' শ্রাবণের ধারা'( দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা),' কিয়া অ্যান্ড কসমস'( সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টা),' নাটকের মতো' (সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত)। এই ফিল্মগুলিরও ঠিকানা বেঙ্গালুরুর 'সিনেপলিস,ফান সিনেমা , কানিংহাম রোড'।

English summary
3rd Bengaluru Bengali :Kannada Film Festival update, here is the list of Bangla films.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X