For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা দিবসে দেখে নিন সন্ত্রাসবাদী নিয়ে তৈরি কোন সিনেমা–ওয়েব সিরিজ যা আজও রক্ত গরম করে

পুলওয়ামা দিবসে দেখে নিন সন্ত্রাসবাদী নিয়ে তৈরি কোন সিনেমা–ওয়েব সিরিজ যা আজও রক্ত গরম করে

Google Oneindia Bengali News

‌১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেমের দিবস। কিন্তু তিন বছর আগে ঠিক এইদিনেই জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন দেশের নিরাপত্তা বাহিনীর ৪০ জন দুঃসাহসী জওয়ান। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ায় ভারতীয় সেনা কনভয়ের ওপর অতর্কিত পাকিস্তানী জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের আক্রমণ। তার জেরে ঘটনাস্থলেই শহীদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। জঙ্গি হামলায় ভারতীয় সেনাদের শহিদ হওয়ার দিন আসুন দেখে নেওয়া যাক জঙ্গি হামলা ও ভারতীয় সেনাদের নিয়ে তৈরি সেরকমই কিছু সিনেমা ও ওয়েব সিরিজ।

স্টেট অফ সিজ:‌ টেম্পল অ্যাটাক

স্টেট অফ সিজ:‌ টেম্পল অ্যাটাক

অক্ষয় খানা অভিনীত এই সিনেমায় দেখানো হয়েছে সেনাদের দল মন্দিরে বন্দি করে রাখা মানুষদের উদ্ধারের অভিযানে নেমেছেন। ছবিতে, সন্ত্রাসবাদীদের দ্বারা নির্মম হিংস্রতা এবং রক্তপাতের দৃষ্টান্ত রয়েছে।

মুম্বই মেরি জান

মুম্বই মেরি জান

নিশাকান্ত কামাত পরিচালিত এই ছবিতে ১১ জুলাই ২০০৬ সালে ঘটা মুম্বই লোকালের বিস্ফোরণের ঘটনা, যেখানে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় ও আহত অনেকে, সেই ঘটনার পরবর্তী পর্যায়কে তুলে ধরা হয়। জঙ্গি হামলার পর তার প্রভাব মানুষের ওপর কেমন পরে, সেই বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।

দ্য ফ্যামিলি ম্যান

দ্য ফ্যামিলি ম্যান

জনপ্রিয় এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে মনোজ বাজপায়ী, যিনি এখানে শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন, তিনি মধ্যবিত্ত এক ব্যক্তি এবং গোপনে টাস্ক সেলের হয়ে তিনি শীর্ষ আধিকারিকও। তিনি নিজের দেশকে বাঁচানোর জন্য সব ধরনের প্রচেষ্টা করে চলেছেন। এই ওয়েব সিরিজে দেখানো হয় যে কীভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দেশ এবং লোকেদের জন্য একটি বিশাল হুমকি তৈরি করে, যাঁরা দেশের নিরাপত্তাকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করেন।

অ্যা ওয়েডনেস ডে

অ্যা ওয়েডনেস ডে

বাস্তবধর্মী এই সিনেমায় দেখানো হয়েছে কীভাবে একজন সাধারণ ব্যক্তি জঙ্গি হয়ে ওঠে। এটি যতটা আবেগপ্রবণ সিনেমা ঠিক ততটাই টান টান উত্তেজনায় ভরপুর একটি গল্প। যা দর্শকদের আজও পছন্দ।

উরি:‌ দ্য সার্জিক্যাল স্ট্রাইক

উরি:‌ দ্য সার্জিক্যাল স্ট্রাইক

২০১৯ সালে উরি মুক্তি পাওয়ার পর তা বছরের সবচেয়ে হিট সিনেমা হিসাবে প্রমাণিত হয়। ২০১৬ সালের উরি হামলারই বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছিল সিনেমায়। এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছিল ভিকি কৌশলকে।

English summary
3 years of pulwama attack movies and web series highlighted of terrorism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X