২০১৯ মহারাষ্ট্র নির্বাচন: মাধুরী থেকে আমিররা যোগ দিলেন 'গণতন্ত্রের উৎসব'-এ
দেশের দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে এদিন সকালেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে 'গণতন্ত্রের উৎসব'-এ যোগ দেওয়ার বার্তা দেন। আর বেলা গড়াতেই হরিয়ানা থেকে মহারাষ্ট্রে ভোটের লাইন নজর কাড়ে। সাধারণ মানুষের সঙ্গে এদিন ভোট দিতে দেখা যায় সেলেবদেরও। একনজরে দেখে নেওয়া যাক , মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোন কোন সেলেব এদিন ভোট দান করেন।
|
আমির খান
আমির খান এদিন বান্দ্রা (পশ্চিম কেন্দ্রে) ভোট দান করেন। পাশপাশি , সকলকে ভোট দেওয়ার জন্যও আবেদন করেন আমির।
|
লারা দত্ত ও মহেশ ভূপতি
টেনিস তারকা মহেশ ভূপতি ও তাঁর স্ত্রী প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্ত এদিন ভোট দিতে যান । তাঁরাও সকলকে ভোট দেওয়ার বার্তা দেন।
|
মাধুরীর ভোটদান
বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিতও এদিন ভোটদান করেন মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট -এ। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তিনি এদিন সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।
|
রীতেশ দেশমুখের ভোটদান
অভিনেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে রীতেশ দেশমুখ এদিন ভোটদানে অংশ নেন। সঙ্গে ছিলে সহধর্মীনি জেনেলিয়া।
|
রবি কিষণ
এদিন , পদ্মীনি কোলহাপুরে ও অভিনেতা রবি কিষণ এদিন ভোটদান করেন মুম্বইয়ের গোরেগাঁও ও অন্ধেরি (পশ্চিম) কেন্দ্রে।
|
শুভা খোটে
ভারতীয় চলচ্চিত্রে অন্যতম নামী অভিনেত্রী শুভা খোটে এদিন ভোট দান করেন অন্ধেরি (পশ্চিম) কেন্দ্রে।
|
গুলজার থেকে প্রেম চোপড়ার ভোটদান
এদিন , বান্দ্রা (পশ্চিম) কেন্দ্র থেকে এদিন ভোটদেন প্রেম চোপড়া ও বিখ্যাত সঙ্গীতকার গুলজার।