২০১৯ লক্ষ্মীপুজো: শ্রাবন্তীর অন্দরমহলে আজ কী চলছে! দেখুন ভিডিও
লাল শাড়ি, কপালে সিঁদুর হাতে শাঁখা, এক্কেবারে যেন বাঙালির ঘরের বধূটি। পাঞ্জাবী ঘরের নববধূ শ্রাবন্তী কিন্তু দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো, সবেতেই বাঙালিয়ানা ধরে রাখতে ছাড়েননি! দুর্গাপুজোয় সিঁদপর খেলায় মাতোয়ারা হওয়ার পর এদিন লক্ষ্মীপুজোতেও এক্কেবারে বাঙালি সাজে শ্রাবন্তী।
শ্রাবন্তীর শুভেচ্ছা বার্তা
এদিন , বাংলার বহু সেলেবের মতোই নিজের বাড়িতে লক্ষ্মীপুজোর আরাধনায় মেতে ছিলেন শ্রাবন্তী। এক ফেসবুক ভিডিওতে তিনি সকলকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানান। শেয়ার করলেন ছোটবেলার কথাও।
সিঁদুর খেলায় শ্রাবন্তী
দুর্গাপুজোর পর বিজয়া দশমীর দিন শ্রাবন্তীকে দেখা যায় সিঁদুর খেলায় মেতে উঠতে। এদিন সেই সিঁদুর খেলার ছবি ফেসবুকে পোস্ট করেন বাংলার এই নামী অভিনেত্রী।
দশমীর সাজে শ্রাবন্তী
দশমীর দিন আর চারপাঁচ জন বাঙালির স্ত্রীর মতোই শ্রাবন্তীও সিঁদুর খেলায় মেতেছিলেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, এই বছরেই চণ্ডীগড়ে বয়ফ্রেন্ড রোশনের সঙ্গে বিবাহ সম্পন্ন করেন অভিনেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিম্নরুচির ট্রোলের শিকার হতে হয় অভিনেত্রীকে। যদিও সেই পর্ব কাটিয়ে আপাতত শ্রাবন্তী সুখী দাম্পত্যেই দিন কাটাচ্ছেন।
[২০১৯ লক্ষ্মীপুজো : ভোগ রান্না থেকে মাতৃ আরাধনায় প্রসেনজিৎ ঘরনী অর্পিতা! ভিডিওতে দিলেন কোন বার্তা ]