• search

বিদ্যা থেকে আলিয়া, শ্রীদেবী থেকে জায়রা , একনজরে ২০১৭ -য় সেলুলয়েডে সুন্দরীদের মন কাড়া অভিনয়

 • By Debalina Dutta
Subscribe to Oneindia News
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  ২০১৭ বিদায়ের পথে, দরজায় কড়া নাড়ছে আরও একটি নতুন বছর, ২০১৮। এই গোটা বছরে পাওয়া না পাওয়া অনেক কিছুই আছে। তবে প্রাপ্তির ঝুলি ভরে উপচে গেছে অনেকক্ষেত্রে। এখন বছর শেষের পথে এসে ফিরে দেখা সেই অধ্যায়ের কয়েকটি পাতা। এখন বিষয় বলিউড।

  মহিলা চরিত্রে-র আসামাণ্য বৈশিষ্ট্য

  মহিলা চরিত্রে-র আসামাণ্য বৈশিষ্ট্য

  ২০১৭ -র বক্সঅফিস বলিউডে প্রচুর মহিলা চরিত্রকে প্রাধান্য দেওয়া ছবি হয়েছে। কাহিনীর ভাবনায় এবং চরিত্রের বিন্যাসে যা একে অপরের থেকে একদম আলাদা। আর বলিউডের সুন্দরীরা কাঁপিয়ে পারফরম্যান্স দিয়ে ফুটিয়ে তুললেন সেই সব চরিত্রকে।

  [আরও পড়ুন:লক্ষ্মী এল প্রোডিসারদের ঘরে, ২০১৭ ভরিয়ে দিল কাকে কাকে, একনজরে বলিউডের বক্সঅফিস হিট]

  বিদ্যা যখন সুলু

  বিদ্যা যখন সুলু

  গত কয়েকটি বিদ্যা বালনের ছবি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। নিজের সেরাটা দিয়ে অভিনয় করলে দর্শকরা বিদ্যাকে ভরিয়ে দেয়নি। তবে এ বছর মুক্তি পাওয়া 'তুমহারি সুলু ' ফের বিদ্যাকে নিজের সেরা জায়গায় পৌঁছে দিল। নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করলেন সুলু। অন্যদিকে লক্ষ্মীলাভও হল প্রোডিউসারের। ফের একবার বিভিন্ন পুরস্কারের মঞ্চে নিজের দাবি ইতিমধ্যেই জমিয়ে ফেলেছেন বিদ্যা বালন।

  [আরও পড়ুন:২০১৭ সালে সন্তানের জন্ম দিয়ে শিরোনামে এসেছেন এই সেলেবরা]

  নতুন মুখ ভূমি

  নতুন মুখ ভূমি

  বলিউডে পা রেখেছিলেন টয়লেট এক প্রেমকথা সিনেমার মধ্যে দিয়ে কিন্তু ভূমি পেদনকরের পারফরম্যান্স মন জিতে নিল ভারতীয় দর্শকদের। তথাকথিত রোমান্ট্যিক সিনেমা দিয়ে কেরিয়ার না শুরু করেও ভূমি প্রশংসা কুড়িয়ে নিলেন। শুধু তাই নয় শুভ মঙ্গল সাবধান ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সামজিক ড্রামাকে দারুণ ভাবে ফুটিয়ে তুলে ২০১৭ -র সেরা অভিনেত্রীদের দৌড়ে জোরালো দাবিদার ভূমি।

   শ্রীদেবী যখন 'মম'

  শ্রীদেবী যখন 'মম'

  'অ্যাংরি ইয়ং ম্যান' শুধুমাত্র পুরুষদের দাবি জানানোর জায়গা নয়। মহিলাদের চরিত্রেও এই একই 'মম' ছবিতে সেটাই ফুটিয়ে তুলেছেন। নিজের সৎ মেয়ের ধর্ষণের বদলা নিতে একজন মা কতটা মানসিক ও শারীরিক ভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে সেলুলয়েডে তা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন শ্রীদেবী।

  দুলহনিয়া আলিয়া

  দুলহনিয়া আলিয়া

  একটা করে ছবি হচ্ছে আর নিজেকে আরও শক্তিশালী অভিনেত্রী হিসেবে পরিণত করছেন আলিয়া ভাট। একটি ছোট শহরের মেয়ে কীভাবে নিজের আকাশ ছোঁওয়া স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে। আশপাশের ঠুনকো সামাজিক বেড়ি দূরে ছুঁড়ে ফেলে এগিয়ে যেতে পারে , বদ্রীনাথ কী দুলহনিয়ায় সেটাই করে দেখিয়েছেন আলিয়া ভাট। বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে রকিং পারফরম্যান্স দেন এই অভিনেত্রী। একটি ছোট শহরের মেয়ের বাচিক ধরণও দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন ভাট কন্যা।

  রত্না -র লিপস্টিক

  রত্না -র লিপস্টিক

  লিপস্টিক আন্ডার মাই বুরখা ছবিতে রত্না পাঠক শাহ যা করে দেখিয়েছেন এক কথায় কুর্নিশ যোগ্য। কেরিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে একটি পরীক্ষামূলক চরিত্রকে এভাবে বেছে নেওয়ার সাহস নিঃসন্দেহে খুব কম অভিনেত্রীর মধ্যে আছে। দীর্ঘদিন একা থাকা এক মহিলা কীভাবে একটি অল্প বয়সী ছেলের সঙ্গে ফোন সেক্স করে , তা দেখে দর্শকরা হয়ত হাসিতে ফেটে পড়েছেন, কিন্তু ছবির গভীরতায় মন ছুঁয়ে গেছে তাঁর অসম্ভব নিঃসঙ্গতার অভিশাপ।

  স্বারা ভাস্করের আনরকলি

  স্বারা ভাস্করের আনরকলি

  যাঁরা আনারকলি অফ আরাহ দেখেননি তাঁরা নিঃসন্দেহে মিস করেছেন। স্বারা ভাস্কর অভিনীত এই ছবিতে তাঁর অভিনয় অনবদ্য। খারাপ মার্কেটিংয়ের জন্য এই ছবি খুব একটা হিল্লোল তৈরি করতে পারেনি। কিন্তু যাঁরা দেখেছেন তাঁরা স্বারা-র অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য।

  জায়রা-র সিক্রেট

  জায়রা-র সিক্রেট

  জায়রা ওয়াসিম বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের মধ্যে নিজেকে জড়িয়েছেন। কিন্তু তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কেউ কোনও কথা বলতে পারবেন না। খুব কম অভিনেত্রীই নিজের প্রথম ছবিতে জাতীয় পুরস্কার জিততে পারেন। যা তিনি করে দেখিয়েছেন দঙ্গলে। প্রথমে ছবিতে অবশ্য তিনি মূল চরিত্রে ছিলেন না। তবে সিক্রেট সুপারস্টার ছবিতে তিনিই ছিলেন গল্পের কেন্দ্রে। একটি মুসলিম মেয়ে কী করে নিজের বাবার -জারি করা ফতোয়া উড়িয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তা নিপুণ মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন তিনি।

  নজর কেড়েছে এরাও

  নজর কেড়েছে এরাও

  এছা়ড়াও এ বছর আরও বিভিন্ন ছবিতে নায়িকাদের অভিনয় মন ছুঁয়ে গেছে। যেমন হিন্দি মিডিয়াম ছবিতে সাবা কোয়ামার, জব হ্যারি মেট সেজালে অনুষ্কা শর্মা, সিমরনে কঙ্গনা রানাওয়ত, কয়েদি ব্যান্ডে অন্যা সিং, বাবুমশাই বন্দুকবাজ ছবিতে বিদিতা বাগ , নাম শাবনায় তাপসি পান্নু-র অভিনয় দারুণ ছিল।

  English summary
  2018 is knocking at the door, now know the 7 actress who's performance rocked screen in 2017

  Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
  সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more