For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলের কড়া বার্তার পর পাকিস্তানি শিল্পীদের নিয়ে চরম পদক্ষেপ বলিউডে

সলমন-অরিজিত সংঘাতে নয়া মোড়! আসরে পাক শিল্পী প্রসঙ্গ, কড়া পদক্ষেপ বলিউডে। এছাড়াও এই ঘটনায় জড়াচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম।

  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগেই এরাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কড়া বার্তায়া জানান যে পাকিস্তানি শিল্পীদের থেকে বলিউডে বেশি গুরুত্ব দেওয়া হোক ভারতীয় শিল্পীদের প্রতি। এর কিছুদিন বাদে গায়ক অরিজিৎ সিং এর একটি গানকে 'ওয়েলকাম টু নিউ ইয়র্ক' ছবি থেকে বাদ দিয়ে সেখানে পাক গায়ক রাহত ফতেহ আলি খানের গানটিকে জুড়ে দেওয়ার নির্দেশ দেন অভিনেতা সলমন খান। আর এরপরই পাকিস্তানি শিল্পীদের নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল বলিউডে।

বাবুলের কড়া বার্তার পর পাকিস্তানি শিল্পীদের নিয়ে চরম পদক্ষেপ বলিউডে

'ওয়েলকাম টু নিউ ইয়র্ক' ছবিতে 'ইশতেহার ' গানটি থেকে গায়ক হিসাবে অরিজিতকে সরিয়ে নেওয়া হয় পাক শিল্পী রাহত ফতে আলি খানকে। আর তা করা হয়েছে বলিউড তারকা সলমন খানের নির্দেশে। এরপরই বলিউডে প্রযোজকরা একজোট হয়ে, পাক শিল্পীদের বলিউডে কাজ করার বিরোধিতা শুরু করেন। প্রযোজকদের কাউন্সিলআগামী ২ বছর পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার আর্জি জানিয়েছে।

মুম্বইতে এক সাংবাদিক বৈঠকে বলিউডের প্রযোজকরা পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার কথা বলেন। উল্লেখ্য, এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন 'ওয়েলকাম টু নিউ ইয়র্ক' ছবির প্রযোজক বাসু ভাগনানি ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বহু গান নিয়ে এদিন প্রসঙ্গ তুলে কার্যত পাক শিল্পীদের সুয়োগ দেওয়া নিয়ে সোচ্চার হন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

English summary
2-year ban on Pakistani artistes, Bollywood producers toughen stand on hiring talent from neighbouring country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X