করোনা আতঙ্কে পিছিয়ে গেল দু’টি বাংলা ছবির মুক্তি
করোনা ভাইরাসের প্রকোপের ফলে দু’টি বাংলা সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হল। প্রসঙ্গত, করোনা আতঙ্কে এমনিতেই বন্ধ রয়েছে ছবি ও টেলিভিশনের শুটিংও। টলি তারকারা কোয়ারান্টাইনে সময় কাটাচ্ছেন বাড়িতে।

পিছিয়ে যায় তাপস পালের শেষ ছবিও
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, প্রয়াত অভিনেতা তাপস পালের শেষ ছবি ‘বাঁশি', সহ-পরিচালক তুহিন সিনহা ও রাহুল, যা শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সিনেমা হল না খোলা পর্যন্ত ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এ বিষয়ে তুহিন সিনহা বলেন, ‘এই ছবিতে তাঁর অভিনয় দেখে দর্শক কি প্রতিক্রিয়া দেবেন তা জানার জন্য তাপস দা খুব আগ্রহী ছিলেন। এই ছবিটি বাস্তবধর্মী ছবি ছিল। কিন্তু মুক্তি পাওয়ার একমাস আগেই তিনি প্রয়াত হলেন।' তিনি আরও জানান যে করোনা ভাইরাসের জন্য এই ছবির মুক্তি আরও কিছুদিন পিছিয়ে গেল। তবে মানুষের জীবনের চেয়ে বড় কিছু হয় না তাই তাঁদের আশা এই সঙ্কট নিয়ন্ত্রণ হলেই ছবিটি মুক্তি পাবে।

ধর্মযুদ্ধের মুক্তির দিন পিছিয়ে গেল
রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ' ছবিটি ৩ এপ্রিল মুক্তির কথা থাকলেও তারও মুক্তি পেছানো হয়েছে এই করোনা ভাইরাসের জন্য। এই ছবির প্রযোজন রাজ চক্রবর্তী বলেন, ‘ইন্ডাস্ট্রির বন্ধু ও সরকার, সকলের সঙ্গে কথা বলে আমরা এই ছবির নতুন মুক্তির দিন ঠিক করছি।' ঋত্ত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি সহ এই ছবিতে অনেককেই দেখা যাবে অভিনয় করতে।

মাঝপথে বন্ধ হয় ব্রহ্মা জানেন গোপন কর্মটি
অন্যদিকে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি' ৬ মার্চ থেকে সমস্ত সিনেমা হলে চললেও তা বন্ধ হয়ে যায় ১৭ মার্চ, সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায়। প্রযোজনা সংস্থার এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে ছবি মুক্তির প্রথম ন'দিনে প্রযোজনার খরচ উঠে এসেছে। বালিগঞ্জ থেকে ব্যারাকপুর ও অন্যান্য জায়গার হলেও সিনেমাটি ভালো চলছিল। যেদিন সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত হল সেদিন নন্দন সহ অন্য হলগুলি ভর্তি ছিল। তবে লকডাউন উঠে গেলে ফের ছবিটি সিনেমা হলে চলবে।