For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রজনী-ধমাকায় 'মেগা ব্লকবাস্টার' '২.০'! বক্স অফিসের পরিসংখ্যানে অসামান্য চমক

দক্ষিণের 'থালাইভা' ঝড়ে আপাতত কাবু বলিউড! মুক্তির ১ দিনের মাথায় ১০০কোটির ক্লাবে চলে যায় রজনীকান্ত- অক্ষয় কুমার অভিনীত ছবি '২.০'। আর তারপর থেকে ক্রমাগত রেকর্ডের পথে এগিয়ে চলেছে এই ফিল্ম।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণের 'থালাইভা' ঝড়ে আপাতত কাবু বলিউড! মুক্তির ১ দিনের মাথায় ১০০কোটির ক্লাবে চলে যায় রজনীকান্ত- অক্ষয় কুমার অভিনীত ছবি '২.০'। আর তারপর থেকে ক্রমাগত রেকর্ডের পথে এগিয়ে চলেছে এই ফিল্ম। রজনীর স্টারডম, ফিল্মের স্পেশ্যাল এফেক্ট, অক্ষয়ের অভিনয়কে ইউএসপি করে বক্স অফিস আপাতত তুলকালাম করে রেখেছে শঙ্কর পরিচালিত এই ছবি।

রজনী-ধমাকায় মেগা ব্লকবাস্টার ২.০! বক্স অফিসের পরিসংখ্যানে অসামান্য চমক

'২.০' এর প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনসের তরফে জানানো হয়েছে ৫ দিনের মাথায় ছবি ঢুকে পড়েছে ৪০০ কোটির ক্লাবে। প্রোডাকশন হাউসের দাবি, এই ফিল্ম আপাতত ২০১৮ সালের অন্যতম মেগা ব্লকবাস্টার। যেখানে বলিউডে একের পর এক 'খান'-দের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, সেখানে ঝড়ের গতিতে ব্যবসা করে যাচ্ছে দক্ষিণী মেগাস্টার রজনীর ছবি। বিষয়টি যে বলিউডকে রীতিমত ভাবাচ্ছে , তা বলাই বাহুল্য। এদিকে, পরিসংখ্যানের দিক থেকে কার্যত নতুন রেকর্ড গ়ড়ার পথে এগিয়ে চলেছে '২.০'।

[আরও পড়ুন: চিত্রপ্রদর্শনী ও শ্রুতিনাট্যের অনন্য মেলবন্ধন নিয়ে হাজির 'শব্দকল্প', কোথায় চলছে এমন উৎসব ][আরও পড়ুন: চিত্রপ্রদর্শনী ও শ্রুতিনাট্যের অনন্য মেলবন্ধন নিয়ে হাজির 'শব্দকল্প', কোথায় চলছে এমন উৎসব ]

এদিকে, '২.০' ছবির হিন্দি ভার্সানে সেভাবে ব্যবসায়িক সাফল্য চোখে পড়ছে না। ফিল্ম বাণিজ্য সংক্রান্ত বিশেষজ্ঞদের দাবি দেশের উত্তরের দিক থেকে ক্রমেই ছবির টিকিট বিক্রির পরিমাণ কমে আসছে। তবে দেশের বাইরে ছবির ব্যাবসায়িক উন্নতি ক্রমেই পরিলক্ষিত হচ্ছে।

[আরও পড়ুন:বিয়ের দিন প্রিয়াঙ্কার চোখে জল এনে দিলেন নিক! কী ঘটেছিল সেই রাতে ][আরও পড়ুন:বিয়ের দিন প্রিয়াঙ্কার চোখে জল এনে দিলেন নিক! কী ঘটেছিল সেই রাতে ]

English summary
2.0 box office collection Day 5: Rajinikanth-Akshay Kumar film soars past Rs 400 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X