(ছবি) বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের সিনেমার সেরা ১০ রোমান্টিক গান
ঐশ্বর্য রাই বচ্চন ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব পান। এরপর ১৯৯৭ সালে পরিচালক মণিরত্নমের সিনেমা 'ইরুভার' দিয়ে সিনেমা জগতে পা রাখেন তিনি। তবে কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মানো ঐশ্বর্য তামিল ভাষায় পারদর্শী না হওয়ায় তার গলা ডাব করতে হয়।
পরে সেই বছরই 'পেয়ার হো গয়া' সিনেমা দিয়ে বলিউডে পথ চলা শুরু করেন তিনি। ১৯৯৯ সালে তাঁর ও সলমন খান অভিনীত সিনেমা 'হাম দিল দে চুকে সনম' বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে স্থান পেয়েছে।
মাঝে কিছুদিনের বিরতি নিয়ে ফের একবার বলিউড মাতাতে হাজির হয়েছেন ঐশ্বর্য। আগামিদিনে 'জজবা', 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও সরবজিৎ সিংয়ের বায়োপিকে অভিনয় করবেন তিনি। সোনালি চোখের ঐশ্বর্য নিজের রূপে যেমন বলিউড মাতিয়েছেন, তেমনই তাঁর সিনেমার গানগুলিও এককথায় অনন্য হিট। নিচের স্লাইডে দেখে নিন ঐশ্বর্য অভিনীত সিনেমার সেরা দশ রোমান্টিক গান কোনগুলি।

হাম দিল দে চুকে সনম
এই সিনেমার সবকটি গানই অনন্য। সলমনের সঙ্গে ঐশ্বর্যর কেমিস্ট্রিও অসাধারণ। তবে 'চান্দ ছুপা বাদল মে' একটু বেশিই জনপ্রিয়তা পেয়েছিল।

তাল
অক্ষয় খান্নার সঙ্গে করা তাল সিনেমার গান 'ইসক বিনা কেয়া জিনা'।

জোশ
জোশ সিনেমাটি মেগা হিট না হলেও এই সিনেমার 'হায় মেরা দিল চুরাকে লে গয়া'-র মতো গানগুলি চিরকালীন হয়ে রয়েছে।

মহব্বতেঁ
এই সিনেমায় অমিতাভ-শাহরুখের দ্বন্দ্বের পাশাপাশি ঐশ্বর্য-শাহরুখের প্রেমও মন ছুঁয়ে গিয়েছিল। যেমন মন ছুঁয়েছিল এই সিনেমার গান 'হামকো হামিসে চুরালো'।

দেবদাস
'বেইরি পিয়া' গানটিও দেবদাস সিনেমার মতো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এখানেও শাহরুখ ও ঐশ্বর্যের কেমিস্ট্রি মন ছুঁয়েছিল দর্শকদের।

কুচ না কহো
সিনেমাটিতে নিজের রিয়াল লাইফ হিরো অর্থাৎ স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেন ঐশ্বর্য। সিনেমাটি হিট না হলেও 'অচ্ছি লগতি হো' গানটি মেগাহিট হয়।

অ্যাকশন রিপ্লে
বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত এই সিনেমার 'ও বেখবর' গানটিও তুমুল জনপ্রিয়তা পায়।

রাবণ
রাবণ সিনেমার 'খিলি রে' গানটিও দারুণ জনপ্রিয়তা পায়।

গুরু
এআর রহমানের সুরে গুরু সিনেমার 'তেরে বিনা' গানটিতে রোমান্স করতে দেখা যায় অভিষেক ও ঐশ্বর্যকে।

যোধা আকবর
হৃত্বিকের বিপরীতে যোধা আকবরে ফের একবার রূপের ডালি উজাড় করে দেন ঐশ্বর্য। দুজনের কেমিস্ট্রিও ছিল অসাধারণ। এই সিনেমার 'ইন লমহো কে দামন মে' গানটি দারুণ জনপ্রিয় হয়।