For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এভারেস্ট জয়ী সুনীতা হাজরার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির অপেক্ষায় ‘‌মিশন এভারেস্ট’‌

Google Oneindia Bengali News

২০১৬ সালে সুনীতা হাজরার এভারেস্ট জয়ের কথা অনেকেরই হয়ত মনে আছে আবার অনেকেই তা ভুলেও গিয়ে থাকতে পারেন। বঙ্গকন্যার ঐতিহাসিক সেই জয়ের কাহিনী বড় পর্দায় ফুটে উঠবে '‌মিশন এভারেস্ট'‌ নামে। বারাসাতের পর্বতারোহী সুনীতা হাজরার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এবার ছবি বানালেন দেবাদিত্য় বন্দোপাধ্যায় ৷ পর্বতারোহীর চরিত্র তথা সেই সাহসী কন্যা সুনীতা হাজরার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। এই প্রথমবার অভিনেত্রী এ ধরনের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে খুবই উচ্ছসিত।

মুক্তির অপেক্ষায় ‘‌মিশন এভারেস্ট’‌

২০১৬ সালে সুনীতা হাজরা ছিলেন একমাত্র সদস্য যিনি বেঁচে ফিরতে পেরেছিলেন। রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন সুনীতা। শরীরজুড়ে ছিল তাঁর ফ্রস্টবাইট। এভারেস্টের বুকেই বাকি সঙ্গীদের শৈল-সমাধি। কিন্তু মনোবল হারাননি তিনি। তাঁর এভারেস্ট জয় এখনও অনেককে অনুপ্রাণিত করে। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমায় চান্দ্রেয়ী ছাড়াও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, দীপ শঙ্কর দে, মেঘা চৌধুরি ও চৈতি ঘোষাল। খুব শীঘ্রই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসবে।

এই সিনেমায় অভিনয় করার জন্য চান্দ্রেয়ীকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। শিখতে হয়েছে পর্বতারোহন। তবে অভিনেত্রী পাশে পেয়েছিলেন সুনীতা হাজরার স্বামীকে, যিনি অসম্ভব ভালো গাইড করেছেন চান্দ্রেয়ীকে। সুনীতা হাজরার জুতোতে পা গলাতে কোনওরকম ফাঁক রাখতে চাননি অভিনেত্রী। তাই নিজেকে কঠোর পরিশ্রম, জিম, ডায়েট এই সবরে মধ্যে নিয়ে গিয়েছেন। পর্দায় যাতে চান্দ্রেয়ী সুনীতা হাজরাকে যথায়থভাবে নিয়ে আসতে সফল হন। এই সিনেমার শুটিং শুরু হয় ২০১৯-২০ সাল থেকেই। পরিচালক সব খুঁটিনাটি বিষয়ের ওপরই জোর দিয়েছেন।

ইতিমধ্যেই এই সিনেমার পোস্টার সামনে এসেছে। আগামীকাল ট্রেলার লঞ্চের অপেক্ষায় রয়েচেন সকলে। সুনীতা হাজরা শুধু নন, তাঁর সহযাত্রীদেরও নেপথ্যের কাহিনি দেখা যাবে সিনেমায়। এভারেস্ট তাঁদের জীবনে কী, কতটা গুরুত্বপূর্ণ? সেটাও দেখিয়েছেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। বাংলায় এ ধরনের ছবি তৈরির ভাবনা সত্যিই বিরল।

English summary
upcoming bengali movie Mission Everest trailer launch tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X