For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আক্রান্ত ‘‌পোন্নিয়ান সেলভান’‌ পরিচালক মণি রত্নম, ভর্তি চেন্নাইয়ের হাসপাতালে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম। '‌পোন্নিয়ান সেলভান'‌ টিজার প্রকাশের পরই হাসপাতালে ভর্তি হতে হয় এই পরিচালককে। প্রসঙ্গত, ঐতিহাসিক ড্রামা '‌পোন্নিয়ান সেলভান'‌ এই বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। মণি রত্নম চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানেই তাঁর চিকিৎসা চলছে। রিপোর্ট অনুযায়ী, মণি রত্নম এখন সুস্থ আছেন এবং এই ভাইরাসের অন্য কোনও উপসর্গ আর দেখা যায়নি।

করোনায় আক্রান্ত পরিচালক মণি রত্নম

সোশ্যাল মিডিয়ায় ছয়বার জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতার করোনা হওয়ার খবর শোনার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিচালকের অনুগামী ও বন্ধুরা মেসেজ পাঠাচ্ছেন। সূত্র আরও জানিয়েছে, '‌তিনি নিজেকে আইসোলেশনে রাখার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। কারণ তাঁর বাবা-মা আছেন যাদের বয়স ৯০-এর ঊর্ধ্বে।'‌ চেন্নাইতে গত ৮ জুলাই পোন্নিয়ান সেলভান-এর টিজার লঞ্চ হয়। সেখানে হাজির ছিলেন পরিচালকও। ছবির পোস্ট প্রোডাকশনে ব্যস্ত এবং এরই মধ্যে তাঁর করোনা পজিটিভের খবর সামনে এসেছে। এর আগে এই সিনেমার অভিনেতা বিক্রম অসুস্থতার কারণে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিক্রমের ছবির টিজার ট্রেলার লঞ্চে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি।

মণিরত্নমের স্বপ্নের প্রকল্প '‌পোন্নিয়ান সেলভান'‌। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য রায় বচ্চন, চয়ন বিক্রম, ত্রিশা, কার্তি, জয়ম রবি, প্রকাশ রাজ এবং শোভিতা ধুলিপালা। চোল সাম্রাজ্য অবলম্বনে এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। আগামী ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে।

English summary
Eminent director Mani Ratnam admitted to Chennai hospital after testing coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X