For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কী এই খাবারগুলি দেখলে লোভ সামলাতে পারেন না বলিউড অভিনেত্রী সারা আলি খান

Google Oneindia Bengali News

সারা আলি খানের ফিটনেস নিয়ে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বলিপাড়ার অন্যতম ফিট অভিনেত্রী তিনি। বলিউডে আসার আগে অনেকেই সারার স্থুলকায় শরীর দেখেছিলেন আর এখনকার তন্বী সারাকে দেখলে মেলাতে পারবেন না। তবে খেতে সারা বরাবরই ভালোবাসেন। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকার কারণে তাঁকে কড়া ডায়েট এবং পছন্দের খাবার থেকে দূরে সরে থাকতে হয়। তবে সুযোগ পেলেই তিনি তাঁর পছন্দের খাবার খেয়ে ফেলেন।

লোভ সামলাতে পারেন না যে খাবার দেখলে

জানা গিয়েছে, সারা আলি খান পিৎজ্জা খেতে খুবই ভালোবাসেন। এই ইতালিয় খাবার দেখলে তিনি নিজেকে সামলে রাখতে পারেন না। অপরদিকে, মিষ্টি খেতে খুব ভালোবাসেন সারা। বলিউডে কান পাতলেই শোনা যায়, মিল্ক কেক আর বেসনের লাড্ডু দেখলে নাকি মোটেই লোভ সামলাতে পারেন না তিনি।

ডায়েট ভুলে খাবার খাচ্ছেন অভিনেত্রী

কিছুদিন আগেই ২৭ বছরে পা দিয়েছেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। জন্মদিনে তিনি নিউইয়র্কে ছিলেন আর সেখানেও ডায়েট ভুলে সব খাবার খেয়েছেন সারা। সারার খুব পছন্দের খাবারগুলির মধ্যে হল ক্যারামালাইজড বানানা, চিজ কেক, কাবাব। এছাড়াও তাঁর স্ট্রীট ফুড খুবই ভালো লাগে খেতে।

মোটা থেকে রোগা হন অভিনেত্রী

সারা আলি খানের যখন ৪ বছর বয়স, তখন তিনি একটি বিজ্ঞাপনে অভিনয় করেন। ছোটবেলায় ওজন কমানো নিয়ে খুব সমস্যায় ভুগতেন সারা। অতিরিক্ত ওজনের কারণে ছোটবেলা থেকেই কড়া নিয়মের মধ্যে থাকতে হত তাঁকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন সারা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

ব্যক্তিগত জীবন

সারার যখন মাত্র ৯ বছর বয়স, তখনই ডিভোর্স হয়ে যায় সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মধ্যে। বিভিন্ন সাক্ষাৎকারে সারা বলেছেন, বাবার থেকেও বেশি বন্ধুর মতো সম্পর্ক তাঁর সঙ্গে সইফের। সৎ মা হলেও করিনা কাপুর খানের সঙ্গে ভালো সম্পর্ক অভিনেত্রীর। একটি সাক্ষাৎকারে নিজেই জানান সে কথা।

English summary
do you know which is ‌ Sara Ali Khan's favorite food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X