For Quick Alerts
For Daily Alerts
(ছবি) কিংফিশার ক্যালেন্ডার গার্ল থেকে যারা সফল বলিউড অভিনেত্রী হয়েছেন
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'কিংফিশারের ক্যালেন্ডার গার্লস' সিনেমার অফিসিয়াল ট্রেলর। তবে মডেলিং জগতের কিংফিশার ক্যালেন্ডারেও প্রতিবছরই কোনও না কোনও চমক থাকে।
এই সিনেমার পরিচালক মধুর ভান্ডারকর জানিয়েছেন কিংফিশার যে সংস্থার অর্থাৎ ইউবি গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় মালিয়াই এই সিনেমাটি করার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন।
প্রসঙ্গত কিংফিশারের এই 'ক্যালেন্ডার গার্ল মডেল হান্ট' নিয়ে সারা বিশ্বেই যথেষ্ট উত্তেজনা থাকে। এখানকার বিজয়ীরা পরে বলিউডে সফলভাবে অভিনয় করে কেরিয়ার তৈরি করেছেন এমন উদাহরণ ভুরুভুরি।
নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন সফল বলিউড অভিনেত্রী আগে কিংফিশার ক্যালেন্ডার গার্ল ছিলেন।
{photo-feature}