For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সলমন খানের পর এবার বলিউডের এই দুই তারকাকে প্রাণনাশের হুমকি, তদন্তে পুলিশ

Google Oneindia Bengali News

সলমন খান ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর এবার বলিউডের আরও দুই অভিনেতার জীবন বিপন্ন। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দু'‌জনকেই প্রাণনাশের হুমকি দেয়। মুম্বই পুলিশ সোমবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ভিকি কৌশল অভিযোগ জানাতে সান্তাত্রুজ পুলিশ থানায় এসেছিলেন।

বলিউডের এই দুই তারকাকে প্রাণনাশের হুমকি

ভিকি কৌশল পুলিশকে জানিয়েছেন যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুমকির পাশাপাশি ইনস্টাগ্রামে হুমকি মেসেজও পোস্ট করেছে। ভিকি আরও বলেন যে ওই ব্যক্তি ক্যাটরিনাকে স্টক করে এবং তাঁকেও হুমকি দেয়। প্রসঙ্গত, এর আগে সিধু মুসেওয়ালা খুনে জড়িত লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয় বি-টাউনে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই দোষী ব্যক্তি গ্রেফতার হবে বলে জানানো হয়েছে।

গত বছর ৯ ডিসেম্বর সাওয়াই মাধোপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে রাজকীয় বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনাকে দেখা যাবে সলমন খানের সঙ্গে টাইগার থ্রি সিনেমায়। সলমন খানের টাইগার ফ্র‌্যাঞ্চাইজির এটি বহু প্রতীক্ষিত একটি সিক্যুয়েল। টাইগার থ্রি-এর পাশাপাশি ক্যাটরিনা কাইফকে দেখা যাবে ইআন খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ফোন ভুত-এ। এছাড়াও ক্যাটরিনার হাতে রয়েছে বিজয় সেতুপতির ক্রিসমাস ও জি লে জরা, যেখানে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে।

নতুন প্রজেক্টে ভরে রয়েছে ভিকি কৌশলের ঝুলিও। তাঁকে দেখা যাবে মেঘনা গুলজারের শ্যাম বাহাদুরে। যেখানে ভিকির সঙ্গে রয়েছেন সারা আলি খান, সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ। অন্যদিকে ভিকির হাতে রয়েছে আদিত্য ধরের দ্য ইমমোর্টাল অশ্বত্থথামা ও শশাঙ্ক খৈতানের গোবিন্দা নাম মেরা। এই দুই ছবিতে দেখা যাবে ভূমি পেডনেকার ও কিয়ারা আদবাণীকে।

স্বামীকে উচিৎ শিক্ষা দেবেন আলিয়া ভাট! মুক্তি পেল '‌ডালিংস’‌–এর ট্রেলারস্বামীকে উচিৎ শিক্ষা দেবেন আলিয়া ভাট! মুক্তি পেল '‌ডালিংস’‌–এর ট্রেলার

English summary
Katrina Kaif and Vicky Kaushal received death threats on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X