কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টে-র চেয়ারম্যান পদে প্রসেনজিতের জায়গায় রাজ চক্রবর্তী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর নিজস্ব ব্যস্ততার জন্য় কলকাতা ফিল্ম ফেস্টিভালের বিভিন্ন বৈঠকে হাজির থাকতে পারেননি। আর সেই জন্যই একটা সম্ভাবনা উঠে আসছিল যে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে সম্ভবত এবার সরে যেতে চলেছেন প্রসেনজিৎ। সেই জল্পনাকে সত্যি করেই এই পদে এবার আসতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কয়েকদিন আগে মুকুল রায়ের বৈঠক ঘিরে একাধিক জল্পনা উঠে আসে। এরপরই শোনা যাচ্ছে , কেআইএফএফএরক চেয়ারম্যান পদ থেকে প্রসেনজিৎকে সরিয়ে সেখানে রাজকে এই পদে আনা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিথু জানেন না বলেই জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।
এদিকে, রাজের দাবি, ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবকে আরও মনোগ্রাহী করে তোলার জন্য যা যা প্রয়োজন তিনি তাই করবেন। প্রসঙ্গত, এই চলচ্চিত্র উৎসবে শর্টফিল্ম বিভাগের চেয়ারম্যান হিসাবে আগেই দায়িত্ব সামলেছেন রাজ। তবে গোটা বিষয়টি নিয়ে নেপথ্যে কোনও রাজনীতি রয়েছে কি না , তা নিয়ে ধন্দ রয়ে গিয়েছে।