কিশোরীর সঙ্গে সহবাস-প্রেম নিয়ে মুখ খুললেন নোবেল! কী বলছেন 'সা রে গামা পা' খ্যাত বাংলাদেশী গায়ক
কয়েকদিন আগেই বাংলাদেশের এক কিশোরী অভিযোগ করে, বাংলাদেশের গোপালগঞ্জে থাকবার সময় তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন বাংলাদেশী গায়ক মইনুল ইসলাম নোবেল। এক কিশোরী এই দাবির সমর্থনে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন। যেখানে নোবেলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। গোটা বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন সারেগামাপা খ্যাত গায়ক।

মইনুল হাসান নোবেলের দাবি, সমস্ত ছবিই এডিট করা। তিনি বলেন, ' আজকাল ছবি এডিট করা যায়। য ছবিগুলি প্রকাশ করা হয়েছে তা এডিট করা। যে মেয়ে অভিযোগ করেছেন , তারও হদিস নেই। ' নেবেলর দাবি তাঁর ভূমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর তাতে যোগ দিয়েছে ওই ১৬ বছরের কিশোরী। গায়কের দাবি, তাঁর বন্ধুবান্ধবরা জানেন, যে তিনি কেমন। ফলে নতুন করে তাঁর আর কিছু বলার নেই।
প্রসঙ্গত, ওই কিশোরী আগে জনিয়েছিল, নোহেল বহুদিন ধরে মাদক আর মহিলা সংক্রান্ত 'নেশা'য় আসক্ত। একাধিক মহিলার সঙ্গে নোবেলের প্রেম ও অবৈধ সম্পর্ক রয়েছে। সেই নিয়মেই নোবেল এই কিশোরীর সঙ্গেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বলে অভিযোগ করেছেন ওই কিশোরী। যদিও অভিযোগ ওঠার পর থেকে সেই কিশোরীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।