কঙ্গনার থেকে ১ কোটি টাকা লুঠ করেছিলেন বলিউডের এই নামী 'নায়ক'!
কঙ্গনা রানাউতের সঙ্গে বলিউডের একাধিক শিবিরের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। কখনও হৃতিক কখনও বার আদিত্য পাঞ্চোলির সঙ্গে কঙ্গনার সম্পর্কের ক্রমেই অবনতি হতে দেখা গিয়েছে। হৃতিক রোশনের শিবির কার্যত কঙ্গনার শত্রুপক্ষে পর্যবসিত হয়ে গিয়েছে। আর একই পরিস্থিতি আদিত্য পাঞ্চোলিরও।

এই সপ্তাহেই কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলিকে সমন পাঠায় মুম্বইয়ের আদালত। অভিনেতা আদিত্য পাঞ্চোলি আর তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব এর আগে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। আর তার প্রেক্ষিতেই আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ১ কোটি টাকা লুঠ করার অভিযোগ তুললেন কঙ্গনা। এই অভিযোগ করেন কঙ্গনার দিদি রঙ্গোলি।
আদিত্য পাঞ্চোলি একটা সময় নিজের মাসকাবারের জিনিসের খরচের বিল কঙ্গনার নামে ধরিয়ে দিয়ে অভিনেত্রীর কাছ থেকে ১ কোটি টাকা লুঠ করেন বলে অভিযোগ কহ্গনা শিবিরের। এই ঘটনা তখন ঘটেছিল যখন কহ্গনা ৩ মাস বাড়ির বাইরে ছিলেন। প্রসঙ্গত, এক সর্বভারতীয় টিভি চ্যানেলের শোতে কঙ্গনা দাবি করেন, তাঁকে রীতিমতো মারধর করেন আদিত্য পাঞ্চোলি। এতই তাঁকে মারধর করা হয়েছিল সেই সময় , যে রীতিমতো রক্তপাত হতে শুরু
করে কঙ্গনার। এমনই দাবি করে টিভি অনুষ্ঠানে আবেগঘন হয়ে পড়েন কঙ্গনা।