
টলিউডের অভিনেতা দেবের সঙ্গে কী সম্পর্ক রয়েছে ‘কেশরিয়া’ গানটির! জানুন এবার
'প্রজাপতি' সিনেমার শুটিং সারতে গোটা টিম উড়ে গিয়েছে বেনারস। এখানেই সিনেমার দ্বিতীয় শিডিউলের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। শুটিংয়ের ফাঁকে বেনারসে ঘাটের সিঁড়িতে বসে একান্তে ছবি তুললেন দেব। আর জানেন সেটা কোন জায়গা?
কেশরিয়া–র সেটে বসে ছবি তুললেন দেব
অভিনেতা-সাংসদ দেব যেখানে বসে ছবিটি তুলেছেন সেখানে শুটিং হয়েছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা 'ব্রহ্মাস্ত্র' ছবির গান কেশরিয়ার। সেই আইকনিক জায়গায় বসে ছবি তুললেন টলিউডের সুপারস্টার দেব। এই ছবির শুটিং শুরুর আগে অবশ্য রবিবারই দেব কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। সোশ্যাল মিডিয়ায় দেব সেই ছবি শেয়ারও করেছেন।
পুজো দিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে
পরনে নীল রঙের পাঞ্জাবী, শিবের ত্রিশূল আঁকা উত্তরীয়, গলায় আকন্দ ফুলের মালা, কপালে লেপা চন্দন, একেবারে অন্যরূপে বেনারসে দেখা মিলল অভিনেতার। বেনারসে শুরু হয়ে গেল দেব-মিঠুন চক্রবর্তীর পরবর্তী সিনেমা 'প্রজাপতি'র শুটিং। কাশী বিশ্বনাথের পুজো দিতে দেব একা নন, তাঁর সঙ্গে গিয়েছিলেন পরিচালক অভিজিৎ সেন। শুক্রবার বেনারস উড়ে গিয়েছে টিম 'প্রজাপতি'।
বাবা–ছেলের ভূমিকায় দেব ও মিঠুন চক্রবর্তী
'প্রজাপতি' সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবিতে বাবা-ছেলের চরিত্রে দেখা মিলবে তাঁদের। 'মৃগয়া'র পর আবার এই সিনেমা দিয়েই একসঙ্গে বড়পর্দায় ফিরছেন মিঠুন-মমতা শঙ্করকে। শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ দর্শন! বেনারসে আউডোর শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে ছবি শেয়ার করছেন দেব।
কাছের মানুষ মুক্তি পাবে সেপ্টেম্বরে
উল্লেখ্য, পরিচালক অভিজিৎ সেনের পরিচালিত ব্লকবাস্টার টনিক ছবিতে অভিনয় করেছিলেন দেব। এবার সাংসদ তারকা দেবের প্রযোজনায় আরও একটি নতুন ছবি প্রজাপতি নিয়ে হাজির হচ্ছেন অভিজিৎ সেন। চলতি বছরের শুরুতেই প্রজাপতি সিনেমার ঘোষণা করেন দেব। ছবির শুটিং শুরু হয়েছে জুলাই মাস থেকে। অন্যদিকে অভিনেতা-প্রযোজক দেবের পরবর্তী ছবি 'কাছের মানুষ' নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে ছবির শুটিং এবং চলতি বছরের পুজোর সময়েই যে প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'কাছের মানুষ' সে কথা আগেই জানিয়েছিলেন দেব । আগামী ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন মুক্তি পেতে চলেছেন দেবের 'কাছের মানুষ '।
অন্যের যৌনজীবন নিয়ে এত আগ্রহ কেন? করণ জোহরকে সরাসরি প্রশ্ন আমির খানের