For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিমিনাল জাস্টিস–এর তৃতীয় সিজনের টিজার প্রকাশ, অসম্পূর্ণ সত্যের জট খুলবেন মাধব মিশ্র

Google Oneindia Bengali News

কখনও তিনি 'মির্জাপুর'-এর কালিন ভাইয়া, কখনও আবার 'সেক্রেড গেমস'-এর গুরুজি। সত্তু ভাইয়ার মতো আবার 'লুডো' চরিত্রও হয়ে ওঠেন অনায়াসে। এবার ওয়েব দুনিয়ায় অ্যাডভোকেট মাধব মিশ্র হয়ে ফিরছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি‌। ক্রিমিনাল জাস্টিসের নতুন ও তৃতীয় সিজন শীঘ্রই মুক্তি পেতে চলেছে। বুধবারই মুক্তি পেল '‌ক্রিমিনাল জাস্টিস:‌ অধুরা সচ'-এর টিজার, যেখানে দেখা গিয়েছে এই বহুমুখী প্রতিভাকে। প্রায় আধ মিনিটের দীর্ঘ এই ভিডিওতে ‌পঙ্কজ ত্রিপাঠিকে রসাত্মবোধ রয়েছে এমন আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে, যিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিনতম মামলা লড়ছেন। তবে এই নতুন সিজনে মাধব মিশ্রকে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মামলা লড়তে। পরিচালক রোহন সিপ্পির '‌ক্রিমিনাল জাস্টিস:‌ অধুরা সচ'‌ ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হতে চলেছে।

ক্রিমিনাল জাস্টিস–এর তৃতীয় সিজনের টিজার প্রকাশ

এই টিজারে পঙ্কজ ত্রিপাঠি তথা মাধব মিশ্র তাঁর রসবোধ, রণকৌশল ও সত্যের জন্য প্রশ্ন করতে প্রস্তুত স্বভাব নিয়ে ফিরে এসেছেন। সরকারি আইনজীবীর সহকারী হিসাবে এখানে দেখা যাবে শ্বেতা বসু প্রসাদকে, যাঁর চরিত্রের নাম লেখা। কিন্তু এই নতুন সিরিজে লেখাকে পঙ্কজ ত্রিপাঠির বিরুদ্ধে লড়তে দেখা যাবে। পঙ্কজকে এই টিজারে বলতে শোনা গিয়েছে, '‌বিজয় আপনার বা আমার হওয়া উচিত নয়; এটা শুধুমাত্র ন্যায়বিচারের অন্তর্গত করা উচিত।'‌

এই সিরিজে তাঁর চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ ত্রিপাঠি বলেন, '‌নতুন সিজনে, সে (‌মাধব মিশ্র)‌ নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আসছে, যেখানে সে আমাদের আইনের পরিসর কতটা তা নিয়ে প্রশ্ন তুলছে। মাধব মিশ্র তাঁর মক্কেলের মামলায় গভীরভাবে ডুবে গিয়েছে সহ এই সিজনে আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে।'‌ আইনজীবী মাধব মিশ্রর নতুন মামলা নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, '‌এইবার মাধব মিশ্রকে নায়বিচার নিয়ে প্রশ্ন করতে দেখা যাবে এবং আমাদের আইনি ব্যবস্থায় আগে কখনো দেখা যায়নি এমন দিক প্রকাশ করে এর সীমাবদ্ধতা। এই সিজনে মাধব মিশ্রকে কঠিন হতে দেখা যাবে।'

২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজের প্রথম মরশুম। সেখানে মাধব মিশ্র হয়ে আদিত্য নামে এক ট্যাক্সি চালকের (বিক্রান্ত মেসি) মামলা লড়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। সঙ্গে নিখত হুসেন হিসেবে ছিলেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। এরপর পঙ্কজ ত্রিপাঠি মাধব মিশ্র হয়ে দ্বিতীয় সিজনে সাহায্য করেছিলেন কীর্তি কুলহারিকে, নিজের স্বামী বিক্রম চন্দ্রকে খুনের অভিযোগ ওঠে অনুরাধা ওরফে অনুর বিরুদ্ধে। খুনের অভিযোগ স্বীকারও করে নেয় সে। কোনও আইনজীবী তার মামলা নিতে রাজি নয়। এমন পরিস্থিতিতেই মাধব মিশ্রর ডাক পড়ে। ফুলশয্যার রাতে বউকে ছেড়েই মামলা লড়তে বেরিয়ে পড়েন মাধব। ২০২০ সালের ডিসেম্বরে ক্রিমিনাল জাস্টিস বিহাইন্ড ক্লোজ ডোর মুক্তি পায়। এই সিরিজে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা গিয়েছিল যীশু সেনগুপ্তকে।

সিনেমা ফ্লপ করলে অভিনেতাদের কত বেতন নেওয়া উচিত?‌ অকপট আলিয়া ভাটসিনেমা ফ্লপ করলে অভিনেতাদের কত বেতন নেওয়া উচিত?‌ অকপট আলিয়া ভাট

English summary
'Criminal Justice: Adhura Sach' teaser out today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X