For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ভোট দেন না, উত্তরে অক্ষয়ের 'চলিয়ে চলিয়ে'!

'চলিয়ে চলিয়ে'। এক সাংবাদিকের উদ্দেশে করা সুপারস্টার অক্ষয় কুমারের এমনই মন্তব্য এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিনেতার এই আচরণ সমালোচিত হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

  • |
Google Oneindia Bengali News

'চলিয়ে চলিয়ে'। এক সাংবাদিকের উদ্দেশে করা সুপারস্টার অক্ষয় কুমারের এমনই মন্তব্য এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিনেতার আচরণ সমালোচিত হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরাজনৈতিক সাক্ষাৎকার নেওয়ার পরও দেশের লোকসভা নির্বাচনে ভোট না দেওয়ায়, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন অক্ষয় কুমার। এর উত্তরে অভিনেতা জানান, তিনি কানাডার পাসপোর্টধারী। তাই ভারতে তাঁর ভোটাধিকার নেই।

কেন ভোট দেন না, উত্তরে অক্ষয়ের চালিয়ে চালিয়ে!

এরপরেই নেটিজেনরা অক্ষয় কুমারকে ট্রোলড করার প্রতিযোগিতায় নেমে পড়েন। সোশ্যাল মিডিয়ায় মিস্টার খিলাড়ির নতুন নামকরণ হয় 'নিউ-এজ ভারত কুমার' বা 'নতুন প্রজন্মের ভারত কুমার'। অক্ষয়ের সমালোচকদের বক্তব্য, প্রতি বছরই সিলভার স্ক্রিনে ভারতের হয়ে লড়াই করতে দেখা যায় অভিনেতাকে। যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের জন্য অক্ষয় 'ভারত কী বীর' নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছেন বলেও শোনা যায়। তা সত্ত্বেও কেন তিনি ভারতের নাগরিক নন, প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কেউ টুইটারে অভিনেতার এমন ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি টরোন্টোকে নিজের ঘর বলে পরিচয় দিচ্ছেন। জানাচ্ছেন, সিনেমা থেকে অবসর নেওয়ার পর তিনি টরোন্টোতেই পাকাপাকিভাবে থাকতে চান।

সত্যি কেন ভারতে ভোট দেন না, মুম্বইয়ের অনুষ্ঠানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করলে রীতিমতো মেজাজ হারান সুপারস্টার। ওই সাংবাদিকের কাঁধ ধরে তাঁকে 'চলিয়ে চলিয়ে' বলে অপমান করার অভিযোগও উঠেছে অক্ষয়ের বিরুদ্ধে। তবে এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি মিস্টার খিলাড়িকে।

English summary
'Chaliye, chaliye', Akshay Kumar's answer on why he did not vote.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X