
সুশান্তের মৃত্যুর তদন্তে কি ইতি টানতে চলেছে সিবিআই, তিন তদন্তকারীর মন্তব্যে বাড়ছে জল্পনা
অভিনেতা সুশান্ত সিংয়ের হত্যার কোনও প্রমাণ নেই হোমিসাইডের কাছে। তারপরেই হয়ে চলেছে সিবিআই তদন্ত। তিন সিবিআই আধিকারিক এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তদন্তকারী সিবিআই অফিসাররা এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের হত্যার কোনও প্রমাণ পাননি। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে।

দফায় দফায় জেরা করছে সিবিআই অফিসাররা। রিয়া চক্রবর্তী থেকে শুরু করে তাঁর ভাই এবং পরিবারের লোকেদের দফায় দফায় জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু হোমিসাইডের কাছে এখনও পর্যন্ত সুশান্ত সিংকে হত্যা করা হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত কোনও ফরেন্সিক রিপোর্টে খুনের প্রমাণ মেেলনি। সিবিআইয়ের তদন্তকারীরা আত্মহত্যার দিকটিই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। অর্থাৎ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন। তবে এখনই হাল ছাড়তে নারাজ তাঁরা। এইমসের ফরেন্সিক টিম ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।
.