For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো অবতারে আবীর, মগজে ধার দিচ্ছেন ব্যোমকেশ, প্রকাশ্যে ‘‌ব্যোমকেশ হত্যামঞ্চ’‌র ট্রেলার

Google Oneindia Bengali News

চারবছর পর বড়পর্দায় ফের ফিরতে চলেছে ব্যোমকেশ বক্সী। আর তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকবে না তা কী করে হয়। ইতিমধ্যেই ব্যোমকেশের টিজার উত্তেজনার পারদ চড়িয়েছে এবার সামনে এল '‌ব্যোমকেশ হত্যামঞ্চ'‌-এর ট্রেলার। বুধবার দক্ষিণ কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলে সামনে এল এই সিনেমার ট্রেলার। আগামী ১১ অগাস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

কী বলছেন পরিচালক

কী বলছেন পরিচালক

থিয়েটার। বিনোদনের মঞ্চ। শখ করে থিয়েটারই দেখতে গিয়েছিলেন ব্যোমকেশ বক্সী। নেহাৎ বিনোদনের জন্যই। কিন্তু সেই মঞ্চে, দর্শক ভরা প্রেক্ষাগৃহেই যে একটা খুন ঘটে যাবে কে জানত? আর এই নিয়েই টানটান রহস্যে মোড়া গল্প শুরু হয় অরিন্দম শীলের পরিচালনায়। ব্যোমকেশের ভূমিকায় এবারও দেখা যাবে অবীর চট্টোপাধ্যায়কে। চারবছর পর পরিচালক অরিন্দম শীল শরদিন্দু চট্টোপাধ্যায়ের '‌বিশুপাল বধ'‌ এই অসম্পূর্ণ গল্পটিকে একটি নতুন মাত্রা দিয়েছেন। এই সিনেমা নিয়ে অরিন্দম শীল বলেন, '‌এটি আমার চতুর্থ ব্যোমকেশ। শরদিন্দু চট্টোপাধ্যায়ের সব গল্পের মধ্যে এই বিশুপাল বধ গল্পটিকে বেছেছি কারণ এটা লেখকের অসম্পূর্ণ একটি গল্প এবং এটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। শেষে অবশ্যই কিছু চমক রয়েছে।'‌

আবীরের প্রতি প্রত্যাশা রয়েছে দর্শকদের

আবীরের প্রতি প্রত্যাশা রয়েছে দর্শকদের

ব্যোমকেশ তথা আবীর চট্টোপাধ্যায় এদিন বলেন, '‌এতদিন ব্যোমকেশ বইতে পড়ে এসেছি এবার সেই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল তবে পরিচালক তা অনেকটাই সহজ করে দিয়েছেন। দারুণ মজা করে আমরা এই সিনেমার শুটিং করেছি।'‌ এখানে উল্লেখ্য, এই সিনেমাতে অর্থাৎ ব্যোমকেশ সিরিজে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। তিনি সুলোচনার চরিত্রে অভিনয় করেছেন। পাওলি দাম জানিয়েছেন যে শুটিংয়ের সময় মহিলা অভিনেত্রীদের প্রতি খুবই যত্নশীল ছিলেন পরিচালক। এটা তাঁর প্রথম ব্যোমকেশ। এর আগে বহুবার অরিন্দম শীল তাঁকে অভিনয়ের জন্য বললেও তা কোনও কারণে হয়ে ওঠেনি। তবে পাওলি জানান এটা পরিচালকের শেষ ব্যোমকেশ নাও হতে পারে।

কী বলছেন সোহিনী ও অজিত

কী বলছেন সোহিনী ও অজিত

ট্রেলার লঞ্চের দিন ব্যোমকেশের সত্যবতী তথা সোহিনী সরকারকে দেখা গেল সাদা লালের মধ্যে জামদানি শাড়িতে, মাথায় খোঁপা তাতে ফুল দেওয়া। গত তিনটে ব্যোমকেশে সত্যবতী হিসাবে সোহিনীকেই দেখা গিয়েছে। চতুর্থ ব্যোমকেশ নিয়ে তাই সোহিনীও খুব উৎসাহিত। এবার ব্যোমকেশের অজিতের চরিত্রে দেখা যাবে একেন বাবু খ্যাত সুহোত্র মুখোপাধ্যায়কে। সুহত্র এদিন জানিয়েছেন যে একেনবাবুর সহকারী থেকে ব্যোমকেশের অজিত। কাজ কিছুটা এক হলেও চরিত্র একেবারেই আলাদা। অজিতের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, সে ব্যোমকেশের বন্ধু আবার তাঁর সহকারীও বটে, জানান সুহত্র। তবে এক্ষেত্রে মিল একটাই একেনবাবুর বাপ্পাদিত্য অবিবাহিত এবং অজিতও অবিবাহিত।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠান

ট্রেলার লঞ্চ অনুষ্ঠান

বুধবারের এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। ছিলেন অনুষা বিশ্বনাথ, অর্ণ মুখোপাধ্যায়, পদ্মনাভ, জ্যাক সহ অন্যান্যরা। দর্শকদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে ছবিটি নিয়ে। ৪ বছর পর আবার বড় পর্দায় স্বমহিমায় আসছেন ব্যোমকেশ বক্সী ওরফে আবির চট্টোপাধ্যায়। ফলে প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প। একটি নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? এরপরই মামলার গভীরে প্রবেশ করে ব্যোমকেশ। প্রেম, বিশ্বাসঘাতকতা, একে একে পুরোটা প্রকাশ্যে আসে। ব্যোমকেশের হাতে কীভাবে রহস্য উন্মোচন হবে, তা সমাধানই গল্পের মূল বিষয়।

কেরিয়ারে উন্নতি, অর্থলাভ–প্রেমে বাধা!‌ অগাস্ট মাস কেমন কাটবে সব রাশিদের জেনে নিনকেরিয়ারে উন্নতি, অর্থলাভ–প্রেমে বাধা!‌ অগাস্ট মাস কেমন কাটবে সব রাশিদের জেনে নিন

English summary
Byomkesh Hotyamancha trailor out now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X