বলিউডের মাদক মামলায় ধর্মা প্রোডাকশনের যোগ, গ্রেফতার করন জোহরের সংস্থার কর্মী ক্ষিতিজ প্রসাদ
অবশেষে করণ জোহরের ধর্মা প্রোডাকশেনের নাম জড়াল বলিউডে মাদক যোগে। ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদকে গ্রেফতার করল এনসিবি। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাদক। গতকার রাত থেকে দীর্ঘক্ষণ জেরার পর অবশেষে গ্রেফতার করে এনসিবি। যদিও তিনি নিজে ড্রাগ সেবন করারা কথা স্বীকার করেননি ক্ষিতিজ।

গ্রেফতার করনের কর্মী
বলিউডে মাদক যোগে গ্রেফতার করা হল করন জোহরের ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদকে। টানা ১৫ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে এনসিবি। ক্ষিতিজের বাড়িতে রেড করে মাদক উদ্ধার করেছেন তদন্তকারীরা তার পরেই তাঁকে জেরা করে গ্রেফতার করা হয়। যদিও করণ দাবি করেছেন ক্ষিতিজ তাঁর সংস্থার অস্থায়ী কর্মী। আর কর্মীরা ব্যক্তিগত জীবনে কী করছেন তা তিনি জানেন না।

স্ক্যানারে করনের পার্টি
বলিউডে মাদক যোগে করন জোহরের পার্টির প্রসঙ্গ বার বার উঠে আসছে। দীপিকা পাড়ুকোনকে জেরায় এনসিবির আধিকারিকরা বারবার করন জোহরের পার্টির কথা জিজ্ঞাসা করেছেন। সেই পার্টিতে একাধিক এক নম্বর বলিউড তারকাকে দেখা গিয়েছে। ভিডিওতে সকলেই নেশা গ্রস্ত দেখাচ্ছিল।

ড্রাগ চ্যাটের কথা স্বীকার
এনসিবির আধিকারিকদের জেরায় ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন দীপিকা পাড়ুকোন। তবে নিজে মাদক সেবনের কথা স্বীকার করেননি। দীপিকার একাধিক উত্তরে সন্তুষ্ট নন এনসিবির আধিকারিকরা। তাঁর ম্যানেজার করিশ্মার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। সাড়ে ৫ ঘণ্টা জেরার পর দীপিকা বেরোলেন এনসিবির দফতর থেকে। দীপিকার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

এনসিবির দফতরে সারা-শ্রদ্ধা
একই সঙ্গে এনসিবির দফতরে অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে জেরা করা হচ্ছে। শ্রদ্ধা কাপুর স্বীকার করেছেন ছিঁছোরের সেটে তিনি সুশান্তকে মাদক নিতে দেখেছেন। অন্যদিকে সারা আলি খানের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক এবং সুশান্তে সঙ্গে একাধিক পার্টিতে ছিলেন সারা। তাই নিয়ে জেরা করা হয়েছে।