For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ বস ৯ : দিগাঙ্গনার 'এভিকশনে' অখুশী সলমন খান?

Google Oneindia Bengali News

প্রত্যেক সপ্তাহে জনতার ভোটে একজন করে প্রতিযোগী 'এভিক্ট' হয়ে বিগ বসের বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু এই সপ্তাহের এই এভিকশন পদ্ধতিতে রয়েছে টুইস্ট তা সবারই জানা। অধিনায়ক প্রিয়া মালিক নিজের বিশেষ অধিকারের জেরে সুয়াশ রাই ও দিগাঙ্গনা সুর্যবংশীকে এভিকশনের জন্য মনোনীত করেছিলেন। এই দুজনের মধ্য থেকে কে আউট হবে তা এই সপ্তাহে দর্শকরা নয় বেছে নেবে বিগ বস ৯-এর প্রতিযোগীরাই।

এই খবর অবশ্য ইতিমধ্যে সবার জানা হয়ে গিয়েছে যে, বিগ বস প্রতিযোগীদের ভোটের নিরিখে এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাবেন দিগাঙ্গনা। সূত্রের খবর, আর দিগাঙ্গনার এইভাবে বেরিয়ে যাওয়াই নাকি ভাল চোখে নেননি সুপারস্টার সলমন খান। [বিগ বস ৯ : কিশ্বর মার্চেন্টের বয়ফ্রেন্ড সুযশ রাই যখন চড় খেয়েছিলেন!]

বিগ বস ৯ : দিগাঙ্গনার 'এভিকশনে' অখুশী সলমন খান?

সুয়াশকে বাড়িতে রেখে কেন দিগাঙ্গনাকে বাড়ি থেকে বের করে দিলেন প্রতিযোগীরা তা নিয়ে নাকি সরাসরি প্রতিযোগীদের জবাবদিহিও চেয়েছেন সলমন। দিগাঙ্গনাকে আউট করা নিয়ে প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে সলমন নাকি এও বলেন যে, যদি বাড়ির প্রতিযোগীদের ভোটে না হয়ে এসপ্তাহের এভিকশন জনতার ভোটে হত তাহলে হয়তো সুয়াশ আউট হতেন, এবং দিগাঙ্গনা বাড়ির ভিতরই থেকে যেতেন।

সলমনের এই মন্তব্যের পর মনে করা হচ্ছে, দিগাঙ্গনা আউট হওয়ায় খুব একটা খুশী নন। তবে কি সলমন চেয়েছিলেন দিগাঙ্গনার বদলে আউট হোন সুয়াশ? কিশ-সুয়াশ জুটি বাড়ির মধ্যে ভেঙে যাক সেটাই চেয়েছিলেন বিগ বস সঞ্চালক?

দিগাঙ্গনা গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। অসুস্থতার কারণে বিগ বসের নির্দেশে একটিও টাস্কে ভাগই নিতে পারছেনা না তিনি। কিন্তু তবুও দিগাঙ্গনাকে বাড়িতে রেখে সুয়াশের বিরুদ্ধে ভোট দেওয়া কি যুক্তিযুক্ত হতো? দিগাঙ্গনাকে ভোট দিয়ে আউট করার প্রতিযোগীদের সিদ্ধান্ত কী ভুল? সত্যি কথা বলতে কী তার বিচার তো করবেন দর্শকরাই। [সলমন খানের বিগ বস ৯-এ ব্যক্তিগত কারণ যাইনি! রণবীর কাপুরের মন্তব্যে তুমুল জল্পনা]

English summary
Exclusive Bigg Boss 9: Is Salman Khan Upset On Digangana Suryavanshi’s Eviction?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X