For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান বিধ্বস্ত বাংলা, আর্থিক সাহাযে করতে চায় টলিউড, আর্জি অভিনেতাদের

আম্ফা বিধ্বস্ত বাংলার জন্য প্রার্থনা করুন। এরা আমার পরিবারের সদস্য। গতকালই টুইটে একথা লিখেছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।

Google Oneindia Bengali News

আম্ফা বিধ্বস্ত বাংলার জন্য প্রার্থনা করুন। এরা আমার পরিবারের সদস্য। গতকালই টুইটে একথা লিখেছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। বাংলার জন্য মর্মাহত লিখেছিলেন করিনা কাপুরও। এবার বাংলার অভিনেতা অভিনেত্রীরা এগিয়ে এলেন রাজ্যবাসীর পাশে দাঁড়াতে। আর্থিক সাহায্য উদ্যোগী হয়েছেন সৃজিত, রুদ্রনীলরা।

 সাহায্য উদ্যোগী টলিউড

সাহায্য উদ্যোগী টলিউড

নিজের শহর, রাজ্যকে চিনতে পারছেন না কেউ। রাতারাতি বদলে গিয়েছে চেহারা। েযন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রয়েছেন সকলে। এই পরিস্থিতিতে আম্ফান বিধ্বস্ত রাজ্যবাসীর পাশে দাঁড়াতে চাইলেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা। সৃজিত, রুদ্রনীল থেকে শুরু করে যশ দাশগুপ্ত, অরুণিমা ঘোষ সহলেই রাজ্যের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গড়িয়াহাটে নিজের বাড়ির সামনে বস্তিবাসীদের রেশনের চাল তুলে দিেয়ছেন অরুণিমা ঘোষ।

 ময়দানে মিমি, নুসরত

ময়দানে মিমি, নুসরত

একাধারে তাঁরা তারকা একাধারে সাংসদ। নিজ নিজ কেন্দ্র দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুই অভিনেত্রী। গতকালই নিজের কেন্দ্র বসিরহাটে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন সাংসদ নুসরত জাহান। সেখানকার মানুষের দুর্দশার কথা শুনেছেন। তাঁদের ক্ষয়ক্ষতির হিসেব নিয়েছেন। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তীও রাতেই কেন্দ্রের বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

 তহবিল গড়লেন মমতা

তহবিল গড়লেন মমতা

আম্ফান বিধ্বস্ত বাংলার জন্য সাহায্যের প্রয়োজন তাই তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী। সেই তহবিলের অ্যাকাউন্ট নম্বরও জানিয়েছেন তিনি। আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০১০৪১০৬৬। সেখানে মুক্ত হস্তে দান করার অনুরোধ করেছেন তিনি। ১ টাকা দান করলেই বাংলার মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি।

 পাশে শাহরুখ, করিনা

পাশে শাহরুখ, করিনা

বাংলার ক্ষতি দেখে প্রাণ কেঁদে উঠেছিল বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের। গতকাল সকালেই টুইট করে বাংলার জন্য প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তিনি। বাংলার মানুষকে নিজের পরিবারের সদস্য বলে টুইটে লিখেছিলেন শাহরুখ। বলিউড অভিনেত্রী করিনা কাপুরও বাংলার জন্য প্রার্থনা করার কথা বলেছিলেন টুইটে।

English summary
Bengal Tollywood celebs want to help amphan effected people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X