For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনয়ের আগে এবিভিপি সদস্য ছিলেন এই অভিনেতা, জেলও খেটেছেন সাতদিন

Google Oneindia Bengali News

বলিউডের অন্যতম বহুমুখী প্রতিভার অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সোমবার ৪৬ বছরে পা দিলেন। পঙ্কজ ত্রিপাঠীর বলিউডের সফর বেশ রোমাঞ্চকর। খুবই ছোট চরিত্র দিয়ে হিন্দি ফিল্ম জগতে প্রবেশ করলেও আজ তিনি বলিউডে রাজ করছেন। সিনেমা থেকে ওয়েব সিরিজ একাধিক ক্ষেত্রে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। কিন্তু এটা জানেন কি এই পঙ্কজ ত্রিপাঠীকে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করার জন্য সাতদিন জেলের হাওয়া খেতে হয়েছিল।

অভিনয়ের আগে এবিভিপি সদস্য ছিলেন এই অভিনেতা

এক রিপোর্ট অনুযায়ী, অনস্ক্রিন মাধব মিশ্র পাটনার মগধ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় অখিল ভারতীয় পরিষদ (‌এবিভিপি)‌-এ যোগ দিয়েছিলেন। তাঁর পাটনার বেউর জেলে কাটানো অভিজ্ঞতা শেয়ার করেছেন একাধিক সংবাদমাধ্যমের কাছে। পঙ্কজ ত্রিপাঠী বলেন, '‌জেলে আপনি কিছুই করতে পারবেন না। কোনও আলোচনা নয়, রান্নাবান্না নয়, কিছুই নয়। আপনাকে পুরোপুরি একা করে দেবে। একজন ব্যক্তি যখন সম্পূর্ণভাবে একা হয়ে যান, তখন সে নিজেকে খুঁজতে শুরু করেন। ওই সাতদিনে আমি নিজের সঙ্গে দেখা করেছি। আমি যখন হিন্দি সাহিত্য পড়া শুরু করলাম, বুঝলাম আমি এই পৃথিবী থেকে কতটা বিচ্ছিন্ন। যেটা আমায় সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল।'‌

২০২০ সালের এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন যে তাঁর সেই সময়কার বেশ কিছু এবিভিপি বন্ধুরা এখন বিহারের বিধায়ক। পঙ্কজ ত্রিপাঠী আরও জানান যে আরজেডি-কংগ্রেস জোট সরকার সেই সময়ে বিহারে ক্ষমতায় ছিল এবং এই অঞ্চলের কংগ্রেস এবং বামপন্থী উভয় দলই মধুবনিতে একটি গুলি চালানোর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যেখানে পুলিশ ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। অভিনেতা বলেন, '‌আমরা যেহেতু রাজনৈতিক বন্দী ছিলাম তাই আমাদের আলাদা ব্যারাকে রাখা হয়েছিল আর সেই সময় বড়দিনের ছুটি চলছিল তাই আদালত বন্ধ থাকার কারণে সাতদিন জেলেই কাটাতে হয়। পরে আমরা জামিনে ছাড়া পাই।'‌

ডিজনি প্লাস হটস্টারে পঙ্কজ ত্রিপাঠীর সম্প্রতি মুক্তি পাওয়া ক্রিমিনাল জাস্টিজ অধুরা সচ স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও অভিনেতার শেরদিল দ্য পিলিভিট সাগা নেটফ্লিক্সে দেখা যাবে। পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে কাঁর আসন্ন ছবি ওহ মাই গড ২-তে। মির্জাপুর সিরিজে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে।

আমির খান থেকে হৃত্ত্বিক রোশন, মন জয় করেছেন বলিউডের এই অনস্ক্রীন শিক্ষকরা আমির খান থেকে হৃত্ত্বিক রোশন, মন জয় করেছেন বলিউডের এই অনস্ক্রীন শিক্ষকরা

English summary
Before entering Bollywood, actor Pankaj Tripathi was an ABVP member
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X