For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে টেলি সিরিয়ালের ফিরে দেখা, রামায়ণের পর এবার মহাভারত সম্প্রচার দূরদর্শনে

লকডাউনে ঘরবন্দি ভারত। সময় কাটানোর একমাত্র ভরসা এখন বিনোদন। দূরদর্শন এবার রামায়ণের পর মহাভারতও পুনসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।

Google Oneindia Bengali News

লকডাউনে ঘরবন্দি ভারত। সময় কাটানোর একমাত্র ভরসা এখন বিনোদন। দূরদর্শন এবার রামায়নের পর মহাভারতও পুনসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় প্রকাশ জাভড়েকর জানিয়েছেন জনসাধারণের চাহিদা মেনেই ফের সম্প্রচার করা হবে রামায়ণ এবং মহাভারত। আগামী ২৮ মার্চ থেকে প্রতিদিন সকাল এবং রাত দিনে দু'বার সম্প্রচার করা হবে রামায়ণ এবং মহাভারত।

দূরদর্শনে ফিরছে মহাভারত

দূরদর্শনে ফিরছে মহাভারত

রামায়ণের পর এবার মহাভারতও পুনরায় সম্প্রচারের সিদ্ধান্ত নিল দূরদর্শন। লকডাউনের মধ্যে থমকে গিয়েছে গোটা দেশ। বিনোদন জগতও থমকে গিয়েছে। টেলিভিশন থেকে সিনেমা সবকিছুর শ্যুটিং বন্ধ। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা পুরনো জনপ্রিয় টেলিসিরিয়াল। তাই ফের রামায়ণ এবং মহাভারত সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছে দিনে দুটো সময়ে সম্প্রচার করা হবে রামায়ণ এবং মহাভারত।

প্রতিদিন দিনে ২ বার সম্প্রচার

প্রতিদিন দিনে ২ বার সম্প্রচার

প্রতিদিন দিনে দুবার সম্প্রচার করা হবে রামায়ন এবং মহাভারত। রামায়ণ সম্প্রচার করা হবে সকাল ৯টা এবং রাত ৯টায়। আর মহাভারত সম্প্রচার করা হবে দুপুর ১২টা েবং রাত ৯টা। এই সুযোগে দূরদর্শনের দর্শক সংখ্যাও বাড়বে কয়েকগুণ। বেসরকারি বিনোদন চ্যানেলের চাপে অনেকটাই ভিউয়ার কমে গিয়েছিল দূরদর্শনের। সেই ঘাটতি এই সুযোগে আনেকটাই মিটবে।

৯০-র দশকের জনপ্রিয় সিরিয়াল

৯০-র দশকের জনপ্রিয় সিরিয়াল

৯০-য়ের দশকের জনপ্রিয় টেলি সিরিয়ান রামায়ণ এবং মহাভারত। মহাভারত শুরু হয়েছিল ১৯৮৮ সালের ২ অক্টোবর েথকে। সেটা চলেছিল ১৯৯০ সালের ২৪ জুন পর্যন্ত। প্রায় তিন বছর। জনপ্রিয়তার শীর্ষে ধিল এই ধারাবাহিক। বিআর টোপরার প্রোডাকশনে তৈরি হয়েছিল ধারাবাহিকটি।

English summary
Amidst Lockdown old tele serials are returns, Mahabharat will be telecast in Doordarshan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X