ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস: ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সম্মানিত মনোজ, শাহিদ, সোনম
৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার পুরস্কার প্রাপ্তির খরা কাটিয়ে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড বা সমালোচকদের মতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন সোনম কাপুর। নির্জা ছবিতে তাঁর অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নেন একত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী।
ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭-র পুরো তালিকা একনজরে
পরিচালক আনন্দ এল রাইয়ের হাত থেকে অনুষ্ঠান মঞ্চে এই পুরস্কার তুলে নেন তিনি। পুরস্কার পেয়ে উচ্ছাসিত সোনম আবেগপ্রবণ হয়ে পড়েন। পাশপাশি, ধন্য়বাদ জানান নির্জা ভানোটের পরিবারকে। মঞ্চে এও জানাতে ভোলেননি সেনম,যে তিনি অনিল কাপুরের মেয়ে হিসাবে কতটা গর্বিত। প্রসঙ্গত এই ছবিতে তিনি তেইশ বছর বয়সি এক ফ্লাইট অ্যান্টেডেন্ট নির্জা ভানোটের ভূমিকায় অভিনয় করেন। যে ছবির গোটাটাই নির্জার চরিত্রকে কেন্দ্র করেই তৈরি হয়েছে।

অন্যদিকে, ফিল্মফেয়ারের ঝলমলে মঞ্চে এদিন সমালোচকদের মতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে পুরস্কারে যুগ্মভাবে সম্মানিত হন, অভিনেতা শাহিদ কাপুর ও মনোজ বাজপেয়ী।
শাহিদ 'উড়তা পাঞ্জাব' ছবির জন্য ও মনোজ বাজপেয়ী 'আলিগড়' ছবির জন্য এই সম্মান জিতে নেন।
এছা়ড়াও ফের একবার জয়জয়কার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। দঙ্গল সিনেমার জন্য ৬২তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন তিনি। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে পুরস্কার পান আলিয়া ভাট।