For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) চুল পড়া নিয়ে এই তথ্যগুলি নিশ্চিত আপনি জানেন না!

By Oneindia Bengali Digital Desk
|

আপনি যদি ভাবেন নিজের চুল নিয়ে আপনি সব জানেন তাহলে আবার ভেবে দেখুন! সত্যিই কি জানেন? আসলে এমনটা মনে হতেই পারে, কিন্তু অধিকাংশ পুরুষ বা মহিলাই নিজের চুল ও চুল পড়া নিয়ে সিংহভাগ তথ্যই জানেন না। আর সেটাই স্বাভাবিক। [(ছবি) আপনার চুল আপনার ব্যক্তিত্বের কোন গোপন রহস্য ফাঁস করে?]

সব তো জানা সম্ভব নয়। আর তাই তো আমরা রয়েছি। আজ চুল নিয়ে আমরা আপনাদের জন্য এমন কয়েকটি তথ্য এনেছি, আমরা নিশ্চিত যে আপনি জানেন না। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক তথ্যগুলি কি কি। [(ছবি) চুল ঝরা বন্ধ করবে পেঁয়াজের রস]

প্রথম তথ্য

প্রথম তথ্য

আমাদের মাথার যে ঘন চুলের গোছা রয়েছে তা একাধিক চুলের সমষ্টি তা কে না জানে। কিন্তু একজন সাধারণ মানুষের মাথায় ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ চুল থাকে। শুনে অবাক লাগছে তো? [(ছবি) আপনার এই অভ্যাসের ফলে চুলের মারাত্মক ক্ষতি হয়]

দ্বিতীয় তথ্য

দ্বিতীয় তথ্য

চুল পড়ে যাওয়া বা অল্পবয়সে মাথায় টাক পরে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। তার মধ্যে আপনিও একজন হতে পারেন। কিন্তু আপনি কি জানেন সমীক্ষায় দেখা গিয়েছে মাথায় টাক পড়ে যাওয়ার আগে কেউ ধরতে পারেন না তিনি টাক পরার দিকেই এগোচ্ছেন? ৫০ শতাংশ চুল পরে যাওয়ার আগে কেউ কিছুই বুঝতে পারেন না। [(ছবি) চুল পড়া আটকাতে পারেন এই উপায়ে]

তৃতীয় তথ্য

তৃতীয় তথ্য

আপনার চুল আপনার শরীরে কম্বলের মতো কাজ করে। অর্থাৎ চুল আপনার শরীরকে শীতেও গরম রাখতে সাহায্য করে। তবে মাথা চুলে ঢাকা থাকলেও মাথার তালু কখনও গরম হয় না।

চতুর্থ তথ্য

চতুর্থ তথ্য

চুল নিয়ে আমরা যতই কথা বলি না কেন, আমরা অনেকেই কিন্তু জানি না যে আমাদের চুলের আয়ু কত। আসলে এক একটি চুলের আয়ু ৫-৭ বছরের হয়। এই সময়ের পরে আপনাআপনিই সেই চুল ঝরে যায়। [(ছবি) এই কটি ঘরোয়া পদ্ধতিতে অতি সহজেই টাক মাথাতেও চুল গজাবে!]

পঞ্চম তথ্য

পঞ্চম তথ্য

গরমে চুল ঘেমে গিয়ে চুলে জট ফেলে দেয় খুব তাড়াতাড়িই। কিন্তু অনেকেই জানেন না ঘামের ফলে চুলের বৃদ্ধিও তাড়াতাড়ি হয়। গরমের ফলে রক্ত সঞ্চালন ভাল হয়। যার ফলে চুলের বৃদ্ধিও অত্যন্ত তাড়াতাড়ি হয়।

ষষ্ঠ তথ্য

ষষ্ঠ তথ্য

আমাদের সারা জীবনে চুলের যত গ্রন্থিকোষ রয়েছে সবই কিন্তু মায়ের গর্ভে ৫ মাসের বয়সের ভ্রূণ থাকাকালীনই তৈরি হয়ে যায়।

সপ্তম তথ্য

সপ্তম তথ্য

আমাদের চুল কিন্তু আমাদের রক্তধমণীর কোকর্ড রাখার ক্ষেত্রে একটা ন্যানো চিপের মতো কাজ করে। শরীরে মিনারেল, ভিটামিন এমনকী কোনও ওষুধ বা ড্রাগ নেওয়া হলে তার পুরো রেকর্ড থাকে। [(ছবি) ভদকা না খেয়ে মেখে নিন...ত্বকের যত্ন নিন !!]

অষ্টম তথ্য

অষ্টম তথ্য

চুলের গোড়ার অংশ বাদে বাকিতে কোনও প্রাণ নেই। মাথার সঙ্গে লেগে থাকা অংশ বাড়লেই চুলের বৃদ্ধি হয়।

নবম তথ্য

নবম তথ্য

আপনি হয়তো জানেন না আপনি কখন ঘুমোচ্ছেন, আপনি কখন জেগে রয়েছেন তা আপনার চুল সবার আগে জানতে পারে। [(ছবি) চুলের অতিরিক্ত তেল দুর করতে এই টোটকাগুলি ঝালিয়ে দেখেছেন কখনও?]

দশম তথ্য

দশম তথ্য

মাসে আপনার চুল আধ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। এক দিনে নতুন গজানো চুলের সংখ্যা হয় ৫০-১০০। ৯০% ছোট চুলগুলি ক্রমবর্ধমান প্রক্রিয়ার মধ্যে থাকে। মাত্র ১০ শতাংশ চুলের কোনও বৃদ্ধি হয় না। অকালেই ঝরে যায়।

English summary

Your Hair Knows When You Fall Asleep – 10 Weird Hair Facts!

Your Hair Knows When You Fall Asleep – 10 Weird Hair Facts!
Story first published: Friday, September 16, 2016, 18:28 [IST]
X
Desktop Bottom Promotion