For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, দেখে নিন ২০২৩-এর ছুটির তালিকা

নতুন বছরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, দেখে নিন ২০২৩-এর ছুটির তালিকা

  • |
Google Oneindia Bengali News

কথাতেই আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। হৈ হৈ করে হুল্লোড় করে সকলেই পুরো বছরটাই কাটিয়ে দিতে চান। সময় এগিয়েছে, মানুষ এখন সর্বদাই ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততা থেকে সকলেই একটু বেরিয়ে আসতে ছুটি চান। কারণ সেই ছুটি নিয়ে মনের মানুষ থেকে পরিবারকে নিয়ে সকলেই ঘুরতে যেতে পারেন। ২০২২ সাল শেষের পথে, নতুন বছর আসতে আর বাকি নেই। নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। আবার নতুন করে উৎসব, অনুষ্ঠান শুরু হবে। বছর শুরু হওয়ার আগে থেকেই যদি নতুন বছরে কবে কোনদিন ছুটি থাকবে তা জানার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। কারণ ছুটির দিন যদি আগে থেকেই জানা যায় তাহলে ঘুরতে যাওয়া থেকে নানান প্ল্যান করা যায়। সেই মতো অফিসেও আগে থেকেই ছুটি নেওয়া যায়। আর অপেক্ষা না করে নতুন বছর ২০২৩ সালের ছুটির দিনের তালিকাগুলি দেখুন।

জানুয়ারি ২০২৩-এ ছুটির তালিকা

জানুয়ারি ২০২৩-এ ছুটির তালিকা

বছর শুরু হবে ছুটি দিয়েই। তার আগেই দিনও শনিবার, সেদিনও কিন্তু ছুটি। আপনি হাতে দুটো ছুটির দিন পড়ছে, আপনি এই সময়ে কাছে পিঠে, কোথাও ঘুরতে যেতে পারবেন। সেই কারণেই আপনি পারিবারিক দিকে সুখী হবেন।

পয়লা জানুয়ারি -রবিবার।

১৪ জানুয়ারি- লহরি মকর সংক্রান্তি (শনিবার)

পঙ্গল- (এটি তামিলনাড়ুর একটি বিশেষ অনুষ্ঠান)। ১৫ জানুয়ারি (রবিবার)

২৬ জানুয়ারি- বৃহস্পতিবার, সেদিন প্রজাতন্ত্র দিবস।

২৮ জানুয়ারি- শনিবার

২৯ জানুয়ারি- রবিবার।

ফেব্রুয়ারি ২০২৩-এ ছুটির তালিকা

ফেব্রুয়ারি ২০২৩-এ ছুটির তালিকা

এমন অনেকেই আছেন যারা ভিড় একদমই পছন্দ করেন না। তাহলে বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাসে ঘুরতে যেতে চান। সেই সময়ে চারিদিকে ভিড় যেমন কম থাকে, তেমন ঠাণ্ডাও কম থাকে। ঘোরার জন্য আদর্শ মাস বলা চলে ফেব্রুয়ারি মাসকে।

১৮ ফেব্রুয়ারি- মহাশিবরাত্রি (শনিবার)

১৯ ফেব্রুয়ারি - (রবিবার)

এই দু'দিনের ছুটিতে কাছে কোনও নিকট আত্মীয়ের বাড়িতে ঘুরে আসতে পারেন।

মার্চ ২০২৩-এ ছুটির তালিকা

মার্চ ২০২৩-এ ছুটির তালিকা

বছরের তৃতীয় মাস মার্চ মাস। এই মাস অনেকের কাছেই খুব প্রিয় মাস। এই মাসে একদম ঠাণ্ডা থাকেন না, তবে মাসের প্রথম দিকে গরমও তেমন পরে না। আবার এই মাসেই হোলি উৎসব পরে, যা সকলেই চুটিয়ে আনন্দ করে থাকেন।

৮ মার্চ - বুধবার- হোলি উৎসব

১১ মার্চ- শনিবার

১২ মার্চ- রবিবার

এপ্রিল ২০২৩-এ ছুটির তালিকা

এপ্রিল ২০২৩-এ ছুটির তালিকা

এপ্রিল মাসে বেশ গরম থাকে। তাই এই সময়ে অনেক ঘুরতে যেতে চান না। তাছাড়া এই মাসে তেমন ছুটিও নেই ২০২৩ সালে।

৪ এপ্রিল- মঙ্গলবার, মহাবীর জয়ন্তী

৭ এপ্রিল- শুক্রবার, গুড ফ্রাইডে (শুক্রবার)

৮ এপ্রিল - শনিবার

৯ এপ্রিল- রবিবার

মে ২০২৩-এ ছুটির তালিকা

মে ২০২৩-এ ছুটির তালিকা

এই মাস গরমের। এই সময়ে সূর্য যেন মাথার ওপরে থাকে। গরমে যেন মানুষ বাইরে বেরোতে পারে না।

৫ মে- বুদ্ধ পূর্ণিমা, শুক্রবার

৬ মে- শনিবার

৭ মে- রবিবার

জুন ২০২৩-এ ছুটির তালিকা

জুন ২০২৩-এ ছুটির তালিকা

১৭ জুন- শনিবার

১৮ জুন- রবিবার

২০ জুন- মঙ্গলবার, রথযাত্রা

২৯ জুন - বৃহস্পতিবার, বকরি ঈদ

জুলাই ২০২৩-এ ছুটির তালিকা

জুলাই ২০২৩-এ ছুটির তালিকা

পয়লা জুলাই- শনিবার

২ জুলাই- রবিবার

অগাস্ট ২০২৩-এ ছুটির তালিকা

অগাস্ট ২০২৩-এ ছুটির তালিকা

১২ অগাস্ট- শনিবার

১৩ অগাস্ট- রবিবার

১৫ অগাস্ট- স্বাধীনতা দিবস, মঙ্গলবার

১৬ অগাস্ট- নববর্ষ, বুধবার

২৬ অগাস্ট- শনিবার

২৭ অগাস্ট- রবিবার

২৯ অগাস্ট ওনাম- মঙ্গলবার

৩০ অগাস্ট- রাখী পূর্ণিমা- বুধবার

সেপ্টেম্বর ২০২৩-এ ছুটির তালিকা

সেপ্টেম্বর ২০২৩-এ ছুটির তালিকা

৭ সেপ্টেম্বর- জন্মাষ্টমী , বৃহস্পতিবার

৯ সেপ্টেম্বর- শনিবার

১০ সেপ্টেম্বর- রবিবার

১৬ সেপ্টেম্বর- শনিবার

১৭ সেপ্টেম্বর- রবিবার

১৯ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী, মঙ্গলবার

৩০ সেপ্টেম্বর- শনিবার

অক্টোবর ২০২৩-এ ছুটির তালিকা

অক্টোবর ২০২৩-এ ছুটির তালিকা

১ অক্টোবর- রবিবার

২ অক্টোবর- গান্ধী জয়ন্তী, সোমবার

২১ অক্টোবর - শনিবার

২২ অক্টোবর - রবিবার

২৪ অক্টোবর- দশেরা , মঙ্গলবার

নভেম্বর ২০২৩-এ ছুটির তালিকা

নভেম্বর ২০২৩-এ ছুটির তালিকা

১১ নভেম্বর- শনিবার

১২ নভেম্বর- দীপাবলি- রবিবার

১৩ নভেম্বর- গোবর্ধন পুজো, সোমবার

২৫ নভেম্বর- শনিবার

২৬ নভেম্বর- রবিবার

২৭ নভেম্বর- গুরু নানক জয়ন্তী, সোমবার

ডিসেম্বর ২০২৩-এ ছুটির তালিকা

ডিসেম্বর ২০২৩-এ ছুটির তালিকা


২৩ ডিসেম্বর- শনিবার

২৪ ডিসেম্বর- রবিবার

২৫ ডিসেম্বর- বড়দিন- সোমবার

English summary
You can travel on these days in the New Year, see list of holidays in 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X