For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World Environment Day 2021 : জেনে নিন কীভাবে দূষণের ফলে প্রতিমুহূর্তে বিপন্ন হচ্ছে পৃথিবী

By OneIndia Staff Writer
|

দূষণ নিয়ে সারা পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীদের ঘুম ছুটেছে। আমরা যত সভ্য হচ্ছি ততই বাড়ছে নানা ধরনের দূষণ। এর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের করাল থাবা ইতিমধ্যেই সারা পৃথিবীকে গ্রাস করার পথে। এসব থেকে উদ্ধারের পথ থাকলেও সারা পৃথিবীর এত মানুষের বিবেককে জাগ্রত করে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করে তোলা অত্যন্ত কঠিন কাজ। পৃথিবীর উন্নত দেশগুলিতে জনসংখ্যার চাপ কম। শিক্ষার হার বেশি হওয়ায় আধুনিকতা সম্পর্কে তাদের সম্ম্যক ধারণা কিছুটা হলেও বেশি।

World Environment Day 2021

অন্যদিকে তৃতীয় বিশ্বের দেশগুলি, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার বহু দেশে যেখানে খেয়ে-পরে বেঁচে থাকাই মহান আশ্চর্যের সেখানে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে সেটা ভাবনাতে আনাও সম্ভব নয়। বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ ইত্যাদি সবমিলিয়ে নীলগ্রহতে বাস করাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। নিচের স্লাইডে দেখে নিন কীভাবে সবসময় দূষণের ফাঁড়া মাথায় উপরে ঝুলছে আমাদের।

<strong>জানুন দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস' সম্পর্কে</strong>জানুন দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস' সম্পর্কে

প্রথম তথ্য

প্রথম তথ্য

সমীক্ষায় দেখা গিয়েছে, সারা পৃথিবীতে দশজনের মধ্যে একজন মানুষ বায়ু দূষণের ফলে মারা যান।

দ্বিতীয় তথ্য

দ্বিতীয় তথ্য

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, সারা পৃথিবীর মধ্যে দিল্লি সবচেয়ে দূষিত জায়গা।

তৃতীয় তথ্য

তৃতীয় তথ্য

পরিবেশবিদেরা জানিয়েছেন, মুম্বইয়ের রাস্তায় শ্বাস নেওয়া ও গোটা প্যাকেট সিগারেট খাওয়া সমার্থক।

চতুর্থ তথ্য

চতুর্থ তথ্য

জাতিসংঘের সমীক্ষা রিপোর্ট বলছে, ফি বছর প্রায় ৪০ লক্ষ মানুষ জল দূষণের প্রভাবে সারা পৃথিবীতে মারা যায়।

পঞ্চম তথ্য

পঞ্চম তথ্য

এক সমীক্ষায় জানা গিয়েছে, দূষিত জলপান করে প্রতি মিনিটে কমপক্ষে ৬ জন করে শিশু মারা যায়।

ষষ্ঠ তথ্য

ষষ্ঠ তথ্য

রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ মানুষ মাত্রাতিরিক্ত দূষিত বায়ুর মধ্যে শ্বসন ক্রিয়া চালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

সপ্তম তথ্য

সপ্তম তথ্য

সারা পৃথিবীতে ফুসফুসের ক্যানসারে আক্রান্তের সংখ্যা দিনদিন ক্রমবর্ধমান। আর তা হচ্ছে দূষিত বায়ুর জন্যই।

অষ্টম তথ্য

অষ্টম তথ্য

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলের জন্য ব্যবহৃত বা নানা কাজে ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রী মাটিতে সহজে মেশে না। তা মাটিতে মিশতে সময় লাগে প্রায় পাঁচশো বছর। আর প্রতিমুহূর্তে যত্রতত্র প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে পরিবেশকে আরও দৃষিত করে তুলছি।

English summary

Will Pollution Wipe Out Human Race?

Will Pollution Wipe Out Human Race?
X
Desktop Bottom Promotion