For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ভয়েস কল আদৌও 'ফ্রি' নয়!

|

এবছরের শুরু থেকে হোয়াটসঅ্যাপে বিনামূল্যে ভয়েস কলের সুবিধা পাওয়া যাচ্ছে।

বিশ্বের যেকোনও প্রান্তে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে প্রিয়জনকে বিনামূল্যে কল করতে পারেন। এর জন্য ফোনে চাই শুধু ইন্টারনেট পরিষেবা অথবা ওয়াইফাই কানেকশন।

স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ভয়েস কল আদৌও 'ফ্রি' নয়!

সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ভয়েস কলিংয়ের যে পরিষেবা হোয়াটস অ্যাপে পাওয়া যায় তা মোটেই সাশ্রয়ী নয়। কেন? দেখা গিয়েছে, স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কল করলে ফি মিনিটে ১.৩ মেগাবাইট ডেটা খরচ হয়। যা ইন্টারনেটের খরচ হিসাবে অনেকটাই বেশি। এরকমভাবে হোয়াটসঅ্যাপে কথা বললে আপনার মাসিক ৫০০ মেগাবাইটের ইন্টারনেট প্যাক ৬ ঘণ্টায় ফুরিয়ে যেতে পারে।

ফলে স্মার্টফোনে বিনামূল্য়ে ভয়েস কলের সুবিধা পাওয়া যায় বলে যা প্রচার করা হয়েছে তা আদৌও সত্যি নয় বলেই জানা গিয়েছে। ফলে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের 'বিনামূল্যে' ভয়েস কলের সুবিধা নেওয়ার আগে সাবধান হোন।

English summary

WhatsApp calls may not be as cost-effective as you first thought

WhatsApp calls may not be as cost-effective as you first thought
Story first published: Sunday, May 17, 2015, 16:40 [IST]
X
Desktop Bottom Promotion