For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) বিয়ে সংক্রান্ত আজব আচার-রীতি যা এখনও মানা হয়!

By Oneindia Bengali Digital Desk
|

যে কোনও পুরুষ বা মহিলার জীবনেই বিয়েটা অত্যন্ত স্মরণীয় একটি দিন। এই ভারত হোক বা বিদেশ, এই দিনটির গুরুত্ব সবার কাছেই সমান।

বিয়ের বিশেষ দিনটি নিয়ে আমাদের নানা শখ আহ্লাদ থাকে। এই বিয়ের অনুষ্ঠান নিয়ে বহু আচার রীতি রয়েছে। যা বহুকাল ধরে চলে আসছে, বা সময়ের সঙ্গে সঙ্গে সেই সব রীতির কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। অবশ্যেই রাজ্যভেদে, দেশ ভেদে, প্রাজাতি ভেদে এই আচার-রীতির ধরন অনেক।

কিন্তু এই সমস্থ রীতিনীতির মধ্যে এমন এনেক আচার রীতিই আছে যা শুনলে চমকে উঠবে। আজব সেই রীতি সম্পর্কে জানতে চান আপনি?

ব্ল্যাকেনিং

ব্ল্যাকেনিং

এটি স্কটল্যান্ডের ঐতিহ্য। ডিম ঝোলাগুড়, শৈবাল, যব এবং পালক বা চুল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। তারপর অতিথিরা সেই মিশ্রণটি হবু বউ ও বরের গায়ে ঢালে।

কান্নার অনুষ্ঠান

কান্নার অনুষ্ঠান

চাইনিস সম্প্রদায়ের মধ্যে এই আচারটি প্রচলিত আছে। বউকে দিনে ১ ঘন্টা করে কাঁদতে হবে রোজ। এক সপ্তাহ পরে তার মাও কান্নায় তার সঙ্গে যোগ দেবে। এরপর সমস্ত মহিলা অতিথিরা এই কান্না অনুষ্ঠানে যোগ দেবেন। একটা বিশেষ তালে এই কান্না কাঁদতে হয়।

মল-মূত্রে নিষেধাজ্ঞা

মল-মূত্রে নিষেধাজ্ঞা

উত্তর বর্নিওতে তাইডং সম্প্রদায়ের মধ্যে একটা রীতি প্রচলিত আছে যে সদ্য বিবাহিত বর বউ বিয়ের পর কয়েকদিন শৌচাগারে যেতে পারে না।

কিসিং পার্টি

কিসিং পার্টি

নামেই বোঝা যাচ্ছে বিষয়টা। সুইডেনে এই রীতিটি মানা হয়। বর বা বউ যখনই বাথরুমে যাওয়ার জন্য উঠবেন তখন অন্যরা তাকে চুমু খাবেন এটাই হল রীতি।

ট্র্যাশ পার্টি

ট্র্যাশ পার্টি

ফ্রান্সে অতিথিদের ফেলা খাবার টয়লেট আকারের বাটিতে করে তা নববিবাহিত বর বউকে দেওয়া হয়। আর তা তাদের সবার সামনে খেতে হত। এখন এই রীতির হাল্কা পরিবর্তন করে চকোলেট সস দেওয়া হয় টয়লেট আকারের পাত্র করে।

পাত্র ভাঙা

পাত্র ভাঙা

জার্মানিতে নবদম্পতিকে অতিথিরা পোর্সেলিনের পাত্র উপহার দেন। পরে নবদম্পতি একসঙ্গে একইসময়ে এই বাসনগুলো ছুঁড়ে ভেঙে দেয়। জার্মানির মানুষদের বিশ্বাস এই আওয়াজে দুষ্ট শক্তি সরে যায়।

মাসাই মকুস

মাসাই মকুস

কেনিয়ার এই প্রচলনটি ভারি অদ্ভুৎ। বউয়ে বাবা মেয়ের মুখে ও বুকে থুতু দেয় আশীর্বাদস্বরূপ।

English summary

Weird Wedding Traditions That Exist

Weird Wedding Traditions That Exist
Story first published: Friday, April 29, 2016, 16:07 [IST]
X
Desktop Bottom Promotion