For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!

|

আপনি কী কখনও পৃথিবীর সবচেয়ে বেঁটে মহিলাকে দেখেছেন? বা ধরুন সবচেয়ে ঠোঁট যাঁর। কিংবা সবচেয়ে বৃহৎ স্তনের অধিকারিনী যিনি? যদি না দেখে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার চোখ অবশ্যই কপালে ওঠাবে।

যদিও আজকে যে নারীদের নিয়ে আমরা আমাদের এই তালিকা বানাচ্ছি তাদের মধ্যে অনেকেরই অসামাঞ্জস্যপূর্ণ শরীরের অংশের কারণে হয়তো দেখতে কিছুটা অদ্ভুদ লাগতে পারে। কিন্তু মানুষগুলি যে নিখাদ সেই সম্পর্কে কোনও সন্দেহ নেই।

তাই অনুরোধ, এই প্রতিবেদনটি পড়ে কেউ এই বিশেষ নারীদের সম্পর্কে নিজেদের কোনও স্থির ধারণা তৈরি করে নেবেন না। এঁরা অদ্ভুদ এবং অমূল্যও বটে।

তাহলে আসুন বিশ্বের ১২ বিস্ময় নারীকে এখঝলকে দেখে নেওয়া যাক।

অ্যাবিগেল ও ব্রিটানি হেনসেল

অ্যাবিগেল ও ব্রিটানি হেনসেল

পৃথক আত্মা, পৃথক হৃদযন্ত্র, পৃথক চিন্তাভাবনা, কিন্তু শরীর একই। অ্যাবিগেল ও ব্রিটনি দুই বোন। আপাতভাবে দেখে মনে হবে একজনের কাঁধের পিছন দিকে দাঁড়িয়ে সামনের জনের কাঁঝে মাথা রেখেছেন একজন। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন পিছনে কেউ নেই একই শরীরে ২টি মাথা পাশাপাশি। এমন অদ্ভুত সংযুক্ত বোনও দেখা যায় না।

জ্যাসমিন ত্রিডেভিল

জ্যাসমিন ত্রিডেভিল

স্বল্প সময়ের খ্যাতি পেতে কত লোকে কত কিছুই না করে থাকে। কিন্তু তা বলে শরীরে তৃতীয় স্তনের প্রতিস্থাপন?

তবে আর বলি কি? ফ্লোরিডার বাসিন্দা, পেশায় ম্যাসাজ থেরাপিস্ট এক যুবতী টেলিভিশনে রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হওয়ার আশায় অস্ত্রোপচারের মাধ্যমে বক্ষে তৃতীয় স্তনের প্রতিস্থাপন করালেন। নাম জ্যাসমিন ত্রিডেভিল। কয়েক মাস আগে ২০ হাজার ডলার খরচ করে শরীরে তৃতীয় স্তন পেয়েছেন জ্যাসমিন।

আশা ম্যান্ডেলা

আশা ম্যান্ডেলা

লম্বা চুল ভারতীয় মহিলারা ভালইবাসেন। কিন্তু তা বলে সাড়ে ১৯ ফুট লম্বা চুল?

গ্রেস ম্যাকড্যানিয়েল

গ্রেস ম্যাকড্যানিয়েল

১৮৮৮ সালে জন্মেছিলেন গ্রেস। স্টার্জ-ওয়েবার সিন্ড্রোম-এ আক্রান্ত হন গ্রেস। যার ফলে তাঁর ঠোঁটের অংশে অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে।

জুলিয়া নস

জুলিয়া নস

আজকালকার দিনে ট্যাটু সত্যিই গুরুত্বপূর্ণ ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু জুলিয়া শরীরের ১ ইঞ্চিও ছাড়েননি ট্যাটু করাতে। তার জন্য তাঁকে অদ্ভুত দেখতে লাগলেও তাতে তোয়াক্কা করেন না জুলিয়া।

জ্যোতি আমগে

জ্যোতি আমগে

জ্যোতির উচ্চতা মাত্র ২৩ ইঞ্চি। নিজের উচ্চতার জন্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন জ্যোতি।

কিম গুডম্যান

কিম গুডম্যান

বিশ্বের সর্ববৃহদ চক্ষু প্রসারকের জন্য কিমের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। .৪৩ ইঞ্চি ভাবতে পারেন?

ম্যান্ডি সেলার

ম্যান্ডি সেলার

স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বড় তাঁর পা। জন্মের সময় স্বাভাবিকও ছিলেন ম্যান্ডি। কিন্তু তার পর থেকে ম্যান্ডির পা বাড়তে শুরু করে এবং তা থামেনি।

মায়রা হিলস

মায়রা হিলস

মায়রা বিশ্বের সর্ববৃহৎ স্তনের অধিকারিনী। তাঁর অন্তর্বাসের সাইজ ৩২ জেড বা ৩২এক্সএক্সএক্স।

মাইকেল রাফেনলি

মাইকেল রাফেনলি

মাইকেলের কোমর ও নিতম্ব পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহদ নিতম্ব। আর তা নিয়ে অবশ্য কোনও দ্বিধা বা লজ্জা নেই বিন্দাস মাইকেলের।

সুপাত্রা সসুফান

সুপাত্রা সসুফান

থাইল্যান্ডের সুপাত্র্রার পরিচয় ওর মুখে অস্বাভাবিক সাদা কালো চুল।

ভ্যালেরিয়া লুক্যারোভা

ভ্যালেরিয়া লুক্যারোভা

আমরা ছোটবেলায় বার্বি দিয়ে খেলা করি, কিন্তু ভ্যালেরিয়া চেয়েছিল বার্বির মতো হতে। তাই কোটি কোটি টাকা খরচ করে আজ সে বিশ্বের একমাত্র জীবন্ত বার্বি।

English summary

12 Freaky Women That Exist In The World

12 Freaky Women That Exist In The World
X
Desktop Bottom Promotion