For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?

|

ফ্যাশন শব্দটির অর্থ মানুষ ভেদে বদলাতে থাকে। কারও কাছে ফ্যাশন মানে পোশাক স্বাচ্ছন্দ্য, কারোর কাছে আবার নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা, তো কেউ মনে করেন, ফ্যাশন মানে বাকিদের থেকে আলাদা হলেই হল, একটি অদ্ভুত হলেও ক্ষতি নেই, সেই অজুহাতেই অন্তত লোকে ঘুরে ফিরে তাকাবে তো বটেই।

আপনিও কী এই তৃতীয় পর্যায়ে পড়েন? মানে অদ্ভুদ ফ্যাশনই কী আপনার পছন্দের। যদি তাই হয় তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। আর যদি তা না হন, তাহলে দেখে নিন, পোষাকের নামে কী কী উঠছে শরীরে। [(ছবি) ১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!]

পোশাকের ফেব্রিক বা কাঁচামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। কিন্তু ফ্যাশন ডিজাইনারদের অদ্ভুদ ফ্যাশন সেন্স এবং তার জেরে অকল্পনীয় সব জিনিস দিয়ে পোশাক তৈরির চিন্তাভাবনা ফ্যাশন দুনিয়াতে শোরগোল ফেলে দিয়েছে। হলিউডের এমন অনেক তারকাই রয়েছেন যারা অতি গর্বের সঙ্গে এই ধরণের পোশাক শো অফ করেন। [(ছবি) ১৫ টি খাদ্যদ্রব্য সম্পর্কে অদ্ভুত ও মজাদার কিছু তথ্য, যা শুনলে আপনার চোখ উঠবে কপালে]

হলিউডের তারকাদের মধ্যে লেডি গাগা হচ্ছেন সেরা উদাহরণ যিনি অদ্ভুদ ফ্যাশন ধারাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। [(ছবি) জানুন বিশ্বের সবচেয়ে অদ্ভুত সব রেস্তরাঁ সম্পর্কে]

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোন কোন জিনিস দিয়ে পোশাক তৈরি হয় তা দেখলে আপনি আঁতকে উঠবেন। [(ছবি) জানুন দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস' সম্পর্কে]

এখানে এমন কিছু অদ্ভুদ বস্তু দিয়ে তৈরি পোশাকের ছবি দেওয়া হল, আমরা নিশ্চিত এছবি দেখলে আপনি চমকে উঠবেনই।

মাংস দিয়ে তৈরি পোশাক

মাংস দিয়ে তৈরি পোশাক

এমটিভি মিউজিক অ্যাওয়র্ড অনুষ্ঠানে স্বমূর্তিতে লেডি গাগা। পরনে মাংস দিয়ে তৈরি গা ঘিন ঘিন করা অদ্ভুদ পোশাকে লেডি গাগা। তার এই পোশাক মিডিয়ার নজর আকর্ষণ করেছিল।

কন্ডোম দিয়ে তৈরি পোশাক

কন্ডোম দিয়ে তৈরি পোশাক

জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারী সংস্থা 'স্কোর' ভারতে একটি ফ্যাশন শো আয়োজন করেছিল, যেখানে সব পোশাক তৈরি হয়েছিল কন্ডোম দিয়ে। এই শোয়ের শো স্টপার ছিলেন অভিনেত্রী ও জনপ্রিয় মডেল মুগ্ধা গডসে। [(ছবি) কন্ডোম দিয়ে তৈরি পোশাকে অনবদ্য ফ্যাশন শো, শোস্টপার মুগ্ধা গডসে!]

স্ট্র দিয়ে তৈরি পোশাক

স্ট্র দিয়ে তৈরি পোশাক

এক সৃজনশীল ফ্যাশন ডিজাইনার পানীয়ের জন্য ব্যবহৃত স্ট্র দিয়ে এই পোশাক তৈরি করেছেন।

টিস্যু পেপার

টিস্যু পেপার

একটি পোশাক যা গোটাটাই তৈরি হয়েছে টিস্যু পেপার দিয়ে। রংবেরংয়ের টিস্যু পেপার দিয়ে এই পোশাকটি তৈরি করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের জন্য।

সিডি দিয়ে পোশাক

সিডি দিয়ে পোশাক

পুরো জামাটা তৈরি হয়েছে বিভিন্ন আকারের অসংখ্য সিডি দিয়ে। এই সিডি পোশাকের লুকটিকে ক্যারি করাও চারটি খানি কথা নয়, কি বলেন?

ফুল দিয়ে তৈরি পোশাক

ফুল দিয়ে তৈরি পোশাক

আস্ত একটা বাগান যেন শরীরে। পুরো পোশাকটি তৈরি ফুল দিয়ে। তবে এ পোশাক পরে বাইরা না যাওয়াই ভাল মৌমাছিরা ঘিরে ধরবে যে।

পুরনো চামড়া দিয়ে তৈরি পোশাক

পুরনো চামড়া দিয়ে তৈরি পোশাক

এ পোশাক শুধু লেডি গাগাই পরতে পারেন। এই পোশাকটি তৈরি হয়েছে, পুরনো চামড়া থেকে। মাংস, চামড়া কোনও কিছুই বাদ দিচ্ছেন না যে লেডি গাগা।

বাবল ড্রেস

বাবল ড্রেস

অদ্ভুদ পোশাকের জন্যই পরিচিত লেডি গাগা। নিজের একটি গানের অনুষ্ঠানে এই যে বাবল দিয়ে তৈরি পোশাকটি পড়েছেন লেডি গাগা তা খবরেও এসেছিল।

নিউটেল্লা

নিউটেল্লা

নিউটেলা যা খেতে ভালবাসেন অনেকে তা পোশাকের কাঁচামাল হতে পারে ভেবেছিলেন কখনও।

সফট টয়েজ দিয়ে তৈরি পোশাক

সফট টয়েজ দিয়ে তৈরি পোশাক

বিষয়টি যখন অদ্ভুদ পোশাক তখন লেডি গাগা তো ঘুরে ফিরে আসবেনই। মাংস, চামড়া, নিউটেলা ছেড়ে এবার তিনি সফট টয়েজে আবৃত।

English summary

Top 10 Weird Clothing Materials

Top 10 Weird Clothing Materials
X
Desktop Bottom Promotion