For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ফুসফুসের ক্যানসারের পিছনের প্রধান অনুঘটকগুলি কি কি

|

ক্যানসার শুনলেই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। আজকের দিনে এই রোগটি সারা বিশ্বে একটি মহামারীর আকার নিয়েছে। এই রোগের কারণে ফি বছর লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে প্রাণ হারাচ্ছেন। [১০ টি খাবার যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে]

এই রোগের হাত থেকে বেঁচে ফেরা কোনও দিক থেকে যুদ্ধজয়ের থেকে কম নয়। হাতে গোনা খুব কম লোকের পক্ষেই তা সম্ভব হয়। কড়া ডোজের ওষুধ, কেমো থেরাপি, রেডিয়েশনের সঙ্গে রয়েছে নানা ধরনের সাইড এফেক্টস ও মানসিক যুদ্ধ। এগুলি বেঁচে আসা মানুষকে একেবারে শেষ করে দেয়। [নিত্যদিনের যে যে খাবারে আপনার ক্যানসার হতে পারে!]

ক্যানসারের আসল কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়েছে চিকিৎসা বিজ্ঞানীদের মনে। তবে কিছুক্ষেত্রে এর পূর্বলক্ষণ সম্পর্কে আন্দাজ করতে পেরেছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে এই রোগের অনুঘটক কিকি তাও বের করা গিয়েছে। [জরায়ুর ক্যানসারের পূর্ব লক্ষণ]

নিচের স্লাইডে ফুসফুসের ক্যানসারের অনুঘটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। [রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

ধূমপান

ধূমপান

ফুসফুসের ক্যানসারের পয়লা নম্বর অনুঘটক হল ধূমপান। প্রতিটি দেশের সরকার তা জানে, এমনকী জানে নাগরিকেরাও। তবুও ধূমপান নিষিদ্ধ হয়নি এখনও।

পরোক্ষে ধূমপান

পরোক্ষে ধূমপান

সরাসরি ধূমপান যেমন মৃত্যু ডেকে আনে, তেমনই অন্যের ছাড়া ধোঁয়া নিজের শরীরে নিলে সমস্যা হয় আরও বেশি।

রেডন

রেডন

মাটি থেকে ইউরেনিয়াম ভেঙে বর্ণ-গন্ধ-স্বাদহীন যে গ্যাস নিঃসরণ হয় তাকে রেডন বলে। এই গ্যাস শ্বাসের মাধ্যমে নাকে গেলে ক্য়ানসার হতে পারে।

পারিবারিক ইতিহাস

পারিবারিক ইতিহাস

ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে পারিবারিক ইতিহাসকে কখনই এড়িয়ে চলা সম্ভব নয়। এক্ষেত্র সবসময়ই একটি রিস্ক ফ্যাক্টর কাজ করে।

অ্যাসবেসটস

অ্যাসবেসটস

বহুতলগুলিতে অ্যাসবেসটসকে ফায়ারপ্রুফ ইনসুলেশন হিসাবে ব্যবহার করা হয়। এতে থাকা ফাইবার ক্যানসারের প্রবণতাকে বাড়িয়ে দেয়।

ডিজেল ইঞ্জিন

ডিজেল ইঞ্জিন

ডিজেল ইঞ্জিনের সামনাসামনি থাকতে হয় বাস, লরি সহ বিভিন্ন গণপরিবহণের চালকদের। এতে ফুসফুসের ক্যানসারের প্রবণতা বৃদ্ধি পায়।

বাইরের দূষণ

বাইরের দূষণ

যে বাতাস থেকে আমরা অক্সিজেন সংগ্রহ করি তা মাত্রাতিরিক্ত দূষিত হয়ে রয়েছে। সেটি ফুসফুসের সংস্পর্শে এসে ক্যানসারের মতো রোগকে বাড়িয়ে তুলছে।

ফুসফুসের সমস্যা

ফুসফুসের সমস্যা

ফুসফুসের নানা রোগ থেকে থাকলে যে টিবি বা নিউমোনিয়া, তাহলে ক্যানসারের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

চারকোলের ধোঁয়া

চারকোলের ধোঁয়া

আগের চেয়ে কমে গেলেও এখনও গ্রাম-গঞ্জে কয়লা, কাঠ-কয়লা বা চারকোলের আঁচে রান্না হয় ঘরের ভিতরেই। যা ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি করে।

ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকা

ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকা

কাজের খাতিরেই হোক অথবা অন্য কারণে, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, নিকেল ইত্যাদি হাজারো ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ।

English summary

Risk Factors Of Lung Cancer

Risk Factors Of Lung Cancer
Story first published: Monday, October 26, 2015, 14:23 [IST]
X
Desktop Bottom Promotion