For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বৃহস্পতির উপগ্রহে 'জলের সন্ধান' পেলেন নাসার বিজ্ঞানীরা!

|

বৃহস্পতির উপগ্রহ 'ইউরোপা'-য় পাওয়া যে রহস্যজনক ঘন পদার্থ নিয়ে গবেষণা চলছিল তা আসলে সাগরের জলে থাকা 'নুন' বলে জানিয়ে দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

<strong>জেনে নিন : ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়</strong>জেনে নিন : ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মহাকাশের অন্য গ্রহে জলের অস্তিস্ব থাকার বিষয়টি ফের একবার সামনে চলে এল। 'লাল গ্রহ' মঙ্গলে ইতিমধ্যেই জলের অস্তিত্ব ছিল বলে প্রমাণিত হয়েছে। এবার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের উপগ্রহেও জলের, সর্বোপরি প্রাণের অস্তিস্ব রয়েছে কিনা, নাসার ঘোষণা এরকম দাবিকেই উসকে দিল।

বৃহস্পতির উপগ্রহে 'জলের সন্ধান' পেলেন নাসার বিজ্ঞানীরা!

নাসার বিজ্ঞানী কার্ট নিইবার বলেছেন, "বৃহস্পতির উপগ্রহ ইউরোপা নিয়ে আমাদেরও নানা প্রশ্ন রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সেখানে কি প্রাণের অস্তিস্ব রয়েছে?" তাঁর মতে, এই ধরনের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন তথ্য সামনে এলেই মহাকাশে আর কোথাও প্রাণের অস্তিস্ব রয়েছে কিনা তা জানা সম্ভব হবে।

নাসা সূত্রে জানা গিয়েছে, গত এক দশক ধরে বৃহস্পতির উপগ্রহ 'ইউরোপা' নিয়ে গবেষণা চালিয়ে গিয়েছেন বিজ্ঞানীরা।

English summary

Mystery dark material on Jupiter's moon is sea salt: NASA

Mystery dark material on Jupiter's moon is sea salt: NASA
Story first published: Thursday, May 14, 2015, 20:02 [IST]
X
Desktop Bottom Promotion