For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রযুক্তির মাত্রাছাড়া ব্যবহারে ক্রমশ অমনোযোগী আট থেকে আশি

|

ডিজিটাল প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই তা ক্ষতিকর প্রমাণিত হচ্ছে মানুষের জন্য। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য।

জানা গিয়েছে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের দৌলতে মানুষের মনোযোগের সময় কমে দাঁড়িয়েছে মাত্র ৮ সেকেন্ডে। অর্থাৎ গড়ে একটানা একজন মানুষ ৮ সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারছেন না। আর এর সবচেয়ে বেশি দায় স্মার্টফোনের ঘাড়েই পড়েছে। এই ভয়ঙ্কর তথ্য গবেষণা করে প্রকাশ করেছে এমন একটি সংস্থা যারা ডিজিটাল প্রযুক্তির জগতে শীর্ষস্থানীয়দের একজন।

প্রযুক্তির মাত্রাছাড়া ব্যবহারে ক্রমশ অমনোযোগী আট থেকে আশি

মাইক্রোসফট জানিয়েছে, মানুষের মনোযোগের গড় সময় এখন এতটাই কমে গিয়েছে যা একটি গোল্ড ফিসের মনোযোগের থেকেও কম। আর এই সর্বনাশা ঘটনার মূলেই রয়েছে প্রতি মুহূর্তে প্রযুক্তির ব্যবহার।

সম্প্রতি ৫৪ পাতার একটি রিপোর্ট পেশ করেছে মাইক্রোসফট। কানাডা থেকে ১৮ বছরের বেশি বয়সী ২ হাজার জনের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই মানুষেরা ডিজিটাল প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের মস্তিষ্ক প্রযুক্তি ব্যবহারের সময় পরীক্ষা করার পর তৈরি রিপোর্টে বলা হয়েছে, প্রতি মুহূর্তে প্রযুক্তির প্রতি আসক্তির ফলে মানুষের কী কী খারাপ হচ্ছে।

আগে মানুষের মনোযোগ দেওয়ার সময় গড়ে ১২ সেকেন্ড ছিল। যা এখন অনেকটাই কমে ৮ সেকেন্ডে এসে দাঁড়িয়েছে। প্রযুক্তির প্রতি এরকম আসক্তি চলতে থাকলে আগামিদিনে যে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে তা বলাই বাহুল্য।

English summary

Human attention span now only 8 seconds, Smartphones to blame: Microsoft

Human attention span now only 8 seconds, Smartphones to blame: Microsoft
Story first published: Monday, May 18, 2015, 13:08 [IST]
X
Desktop Bottom Promotion