For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভালোবাসার আকাঙ্খাকে দ্বিগুণ করে পার্টনারকে খুশি করতে খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি

ভালোবাসার আকাঙ্খাকে দ্বিগুণ করে পার্টনারকে খুশি করতে খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি

  • |
Google Oneindia Bengali News

সুস্থ শরীর রাখতে হলে প্রতিটি মানুষের ভালো খাদ্যের দরকার। বর্তমানে সমাজে মানুষের যা কাজের চাপ তাতে কিন্তু যৌন ইচ্ছে অনেকটাই কমতে থাকে। তবে এটা কিন্তু একদমই ভালো লক্ষণ নয়। এমন অনেক খাবার আছে যেগুলি খেলে আপনার যৌন আকাঙ্খা ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয় এতে আপনার শরীরে পুষ্টি বাড়বে, কর্মক্ষমতা বাড়বে সেই সঙ্গে শরীরকে রাখবে তরতাজাও। খাদ্য তালিকায় যদি এই খাবারগুলি নিত্যদিন রাখা যায় তাহলে আপনার লিবিডো বাড়বে। সেই সেই সঙ্গে বাড়বে আপনার শারীরিক শক্তিও। এতে আপনার পার্টনার খুব খুশি মিটবে দূরত্বও। জেনে নিন কোন কোন খাবার খেলে যৌন ইচ্ছে বাড়ে।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট

লিবিডোকে বাড়ানোর জন্য ডার্ক চকোলেট খাওয়া খুব ভালো। কারণ এতে থাকে এল-আর্জিনিন অ্যামিনো অ্যাসিড। যা যৌন ইচ্ছে বাড়াতে সক্ষম। সেই সঙ্গে হার্ট ভালো রাখতে এই চকোলেটের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শরীরের রক্ত প্রবাহ ঠিক রাখতে এই ডার্ক চকোলেট খাওয়া খুব ভালো।

ঝিনুক

ঝিনুক

জীবন সঙ্গিনীকে খুশি করতে সকলেই চায়। তবে যৌন চাহিদা যদি কম থাকে তাহলে অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ পাওয়া যায় না। তাই নিত্যদিনের খাবারে ঝিনুক রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা কে সঠিক রাখতে সাহায্য করে। এটি প্রচুর পরিমাণে পুরুষদের খাওয়া উচিত। তাছাড়াও এটি রক্ত প্রবাহকে সঠিক রাখতে সাহায্য করে। এটি খেলে যৌন মিলনের ইচ্ছা বাড়তে থাকে।

 কলা

কলা

কলা যে সুষম খাবারের মধ্যে পড়ে তা আমরা সকলেই জানি। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ব্রোমেলাইন থাকে। এতে এনজাইম থাকে এতে টেস্টোস্টেরন তৈরি করতে সাহায্য করে। তাছাড়াও এতে পটাশিয়াম থাকে। কলা খেলে মানব শরীরে পেশী সংকোচন সঠিকভাবে হবে। তাছাড়াও শরীরে পুষ্টিও বাড়ে। যৌন চাহিদা বাড়াতে কলার জুড়ি মেলা ভার।

 স্ট্রবেরি

স্ট্রবেরি


স্ট্রবেরি একটি ফলের মধ্যে পড়ে। যদি এই ফলটি সব জায়গায় সব সময় পাওয়া যায় না। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ও জিঙ্ক থাকে। রক্ত প্রবাহ বাড়াতে এই ফল খাওয়া খুব দরকার। এটি খেলে শারীরিক চাহিদা বাড়তে থাকে। অক্সিটোসিন নিঃসরণে সাহায্য করে এই ফল। তাই এই ফল খাওয়া খুব ভালো।

 ক্যাপশিকাম

ক্যাপশিকাম


নিত্যদিনের খাদ্য তালিকায় ক্যাপশিকাম রাখা খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ক্যাপশিকাম খেলে মহিলাদের যৌন চাহিদা বাড়ে। রক্তচাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে বাড়ে যৌন চাহিদাও। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এটি রাখা দরকার।

বিট

বিট

বিট খাওয়া শরীরের জন্য খুব উপকারি। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। খাদ্য তালিকায় বিট রাখা খুব ভালো। স্যালাডে খেতে পারেন, তাছাড়াও এটা তরকারিও খেতে পারেন। আবার বিটের রস খাওয়া খুব উপকারি। এতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। যা রক্তপ্রবাহকে ঠিক রাখতে সাহায্য করে। এতে শারীরিক চাহিদা ক্রমশ বাড়তে থাকে। এছাড়াও শরীরে শক্তি বাড়াতে ও তরতাজা রাখতে বিটের জুড়ি মেলা ভার।

বর্ষাকালে বেছে খাবার খান, সবুজ শাক-সবজি এড়িয়ে চলুনবর্ষাকালে বেছে খাবার খান, সবুজ শাক-সবজি এড়িয়ে চলুন

English summary
eating these foods increases love making drive also the body is healthy do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X