For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ভয়ঙ্কর পার্কিনসন রোগের এই পূর্ব লক্ষণগুলি একেবারেই এড়িয়ে যাবেন না

By OneIndia Bengali Digital Desk
|

পার্কিনসন এমন একধরনের রোগ যা মূলত নার্ভের সমস্যা থেকে হয় এবং অবশ্যই প্রাণঘাতী। ইংরেজ চিকিৎসক জেমস পার্কিনসনের নাম অনুযায়ী এই রোগের নামকরণ করা হয়েছে।

জেনে নিন কীভাবে পা দেখে মারণ রোগ চিনবেন

এই রোগ যেহেতু নার্ভের সমস্যা থেকে হয় সেজন্য এতে আক্রান্ত ব্যক্তিদের চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন বা কাজকর্মের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। রোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে নড়তে-চড়তেও অসুবিধা হয়, কথা প্রায় অস্পষ্ট বা বন্ধ হয়ে যায়।

রোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে মস্তিষ্কের নার্ভ সেলগুলি ডোপামাইন নামে একধরনের রাসায়নিক নিঃসরণ বন্ধ করে দেয়। এতে আরও বেশি সমস্য়া সৃষ্টি হয়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ মারাত্মক আকার নেয়।

আপনার 'স্লিপ ডিসঅর্ডার' নেই তো? জেনে নিন আগে থেকে

OCD রোগ সম্পর্কে এই তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথম অবস্থায় ধরা পড়লে এই রোগের চিকিৎসায় বিশেষ সুবিধা হয়। তবে কীভাবে বুঝবেন পার্কিনসন রোগের পূর্বলক্ষণগুলি সম্পর্কে? নিচের স্লাইডে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

শরীরে কাঁপুনি

শরীরে কাঁপুনি

অনেক সময়ে কোনও কাজ করে উঠলে বা শরীরচর্চা করলে শরীরের নানা জায়গা কেঁপে ওঠে। তবে কোনও কারণ ছাড়াই যদি দেখেন বিশ্রামের মুহূর্তেও শরীরের কোনও অংশ কোনও কারণ ছাড়াই কেঁপে উঠছে তাহলে সাবধান হোন।

ঘ্রাণ ক্ষণতা হ্রাস পাওয়া

ঘ্রাণ ক্ষণতা হ্রাস পাওয়া

ঘ্রাণশক্তি হ্রাস পাওয়া পার্কিনসন রোগে এটি কমন প্রবণতা। এর পিছনে আসল কারণ কী সেটি নিয়ে নানা গবেষণা চলছে। তবে এই সমস্যা আপনার হলে অবশ্যই সাবধান হোন।

ঘুম কম

ঘুম কম

অনিদ্রা এখন প্রায় সকলেরই সমস্যা হয়ে গিয়েছে। পার্কিনসন রোগেরও এটি অন্যতম লক্ষণ। তাই সাবধানতা অবলম্বন প্রয়োজন।

হাতের লেখায় পরিবর্তন

হাতের লেখায় পরিবর্তন

যদি দেখেন হাতের লেখায় হঠাৎ করে আপনার পরিবর্তন হয়েছে, তাহলে সেটাকে এড়িয়ে যাবেন না। কারণ নার্ভের সমস্য়া হলেই মূলত এটি দেখা দেয়।

কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্য

এই সমস্যাও মানুষের লেগেই রয়েছে। তবে যদি দীর্ঘদিন ধরে এমন চলে তবে অবশ্যই সাবধান হোন।

গলার স্বরে পার্থক্য

গলার স্বরে পার্থক্য

আমাদের কথা বলার সঙ্গেও নার্ভের যোগাযোগ রয়েছে। যেহেতু পার্কিনসন নার্ভ সংক্রান্ত একটি রোগ তাই এতে আক্রান্ত হলে গলার স্বরেও পরিবর্তন আসে। এমন দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।

মাথা ঘোরানো

মাথা ঘোরানো

মাথা ঘোরানো বা ঝিমঝিম করা অনেক সময়ই নানা কারণে হয়। তবে যদি দেখেন ঘনঘন এই সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই সাবধান হোন।

অবসাদ

অবসাদ

পার্কিনসন রোগের ফলে অবসাদের শিকার হতে পারেন আপনি। ফলে এটিও এই রোগের একটি ক্ষতিকর দিক।

English summary

Early Warning Signs Of Parkinson's Disease

Early Warning Signs Of Parkinson's Disease
X
Desktop Bottom Promotion