(মজাদার জোকস) বল্টুর মজাদার কাণ্ডকারখানা
বল্টু যখন ছোট ছিল...
শিক্ষক: "I Love you" কে
আবিষ্কার
করেছেন?
বল্টু : কোনও এক Chaina কোম্পানি,
স্যার।
শিক্ষক: কিভাবে বুঝলে?
বল্টু: এইটার কোনো
গ্যারান্টি নেই +
Qualityও নেই।
টিকলে সারা জীবন
টিকতে পারে, না টিকলে ২ দিনও
টেকে না।

পোল্ট্রি ৩টি ফার্মের
মালিককে পুলিশ
ধরে নিয়ে আসল।
ইন্সপেক্টরঃ মুরগিকে কী খাবার
দাও?
১ম মালিকঃ স্যার
আমি মুরগিকে ভুষি খাওয়াই।
ইন্সপেক্টরঃ ভুল
খাবার। একে অ্যারেস্ট করো।
২য় মালিকঃ আমি মুরগিকে চাল
খাওয়াই স্যার।
ইন্সপেক্টরঃ তুমিও
ভুল খাবার দাও। ওকেও
অ্যারেস্ট করো।
বল্টু দেখল ঘোর
বিপদ। তাই সে বলল,
..
..
..
..
..
..
..
..
..
..
..
আমি তো সব মুরগির
হাতে ১০
টাকা করে দিয়ে দেই,
যার যা ইচ্ছা দোকান
থেকে গিয়ে খেয়ে আসে।
একদিন বল্টু বাড়ি ঢুকে বউকে চা দিতে বলল ,
বউ চা দিতেই
বউকে ধরে পেটাতে লাগল সে।
প্রতিবেশীরা মারের
আওয়াজ শুনে ছুটে এসে জিজ্ঞেস
করল
কি হয়েছে ? মারছেন কেন ??
:
:
:
:
:
:
বল্টু : এই হারামজাদী আমার
চায়ে তাবিজ মিশিয়েছে-আমাকে বস করবে বলে।
,,
,,
,,
,,
বউ : ( কাঁদতে কাঁদতে ) ওটা তাবিজ না ওটা তো টি
ব্যাগ ছিল !
বল্টু ও তার স্ত্রীর তুমুল ঝগড়ার পর.......
স্ত্রীঃ এবার কিন্তু আমি তোমাকে
ডিভোর্স দিতে বাধ্য হব !!!
বল্টুঃ এই, এই নাও চকলেট খাও।
স্ত্রীঃ থাক থাক, আর রাগ
ভাঙাতে হবেনা ।
.
.
.
.
.
বল্টুঃ না রে পাগলি, মা বলেছে
.
.
.
.
.
.
.
.
.
.
"শুভ কাজের আগে, একটু মিষ্টি মুখ
করতে ।"