রাজনৈতিক বিষয় নিয়ে মজাদার কিছু জোকস
রেস্টুরেন্টে সাংসদ
রেস্টুরেন্টে সাংসদের খাওয়া শেষ হলে তাঁর কাছে এগিয়ে এল রেস্টুরেন্টের শেফ। জিজ্ঞেস করল, আলু-মাংসের ডিশটা কেমন লেগেছে আপনার?
-কীভাবে বলি! ওই ডিশে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো।

বোকা লোকের হিসাব
এক ভদ্রলোক তার বিপরীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটে দাঁড়ালেন। ভদ্রলোকটি ভোটে হারার পর তাঁকে প্রশ্ন করা হল, আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন ? লোকটি উত্তর দিল- তিন শ এক ।
তা আপনি তো জানতেন যে কিছুতেই ওনার বিপরীতে জিততে পারবেন না, তাহলে দাঁড়ালেন কেন? লোকটি শান্ত গলায় উত্তর দিলেন- আমি ভোটে জিতবার জন্য তো দাঁড়াই নি, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই শহরে কত বোকা লোক আছে তার একটা হিসাব।
ভালো ঘুমের বিনিময়ে ধন্যবাদ
একটানা বক্তব্য শেষে বক্তা বললেন, "আশা করি, আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ। আর যাঁদের ভালো লাগেনি, তাঁরাও আমাকে ধন্যবাদ দিতে পারেন। একটা ভালো ঘুমের বিনিময়ে একটা ধন্যবাদও দেবেন না!"
রক্তস্বল্পতা
নেতা: প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব।
জনতা: কিন্তু আপনি তো শুনেছি রক্তস্বল্পতায় ভুগছেন।