For Quick Alerts
For Daily Alerts
স্বামী-স্ত্রীর চিরকুটে কথা, মজার জোকস না পড়লে মিস করবেন

কোনও এক ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত ঝগড়া হয়েছে। কথা বন্ধ।
অথচ পরের দিন সকালে অফিসের কাজে ভোরে বেরোতে হবে স্বামীর। এদিকে তিনি ভোরে উঠতে পারেন না।
এই অবস্থায় স্ত্রীর সঙ্গে কথাও বলতে পারছেন না। ভেবে ভেবে একটি উপায় বের করলেন স্বামী।
স্ত্রী ঘুমিয়ে পড়ার পরে কাগজে লিখলেন, সকালে ডেকে দিও। সেই কাগজ স্ত্রীর বালিশের পাশে রেখে শুয়ে পড়লেন।
সকালে যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গিয়েছে। স্ত্রীর উপরে চেঁচাতে যাবেন তখনই নজর পড়ল নিজের বালিশের পাশে।
সেখানে একটি চিরকুট রাখা। তাতে লেখা, সকাল হয়ে গেছে। উঠে পড়ো। নাহলে অফিসের দেরি হয়ে যাবে।