For Quick Alerts
For Daily Alerts
ফুলশয্যার রাতের এক মজাদার জোকস

ফুলশয্যার রাত। বিছানায় বসে পিন্টু ভাবছে, তার পা ঘামা আর মোজার দুর্গন্ধের কথাটা প্রথম রাতেই বৌকে জানিয়ে রাখা ভালো। তাহলে পরে সমস্যাটা কম হবে। কিন্তু কিভাবে শুরু করা যায়!
বিছানার ওপাশে বসে নতুন বৌও ভাবছে কিভাবে তার মুখের ভীষণ দুর্গন্ধের কথাটা এখনই বরকে জানিয়ে দেওয়া যায়। এতক্ষণ তো খুব সামলে ছিল, কেউ টের পায় নি।
যাই হোক, কিছুক্ষণ খেজুরে আলাপ সেরে পিন্টু বৌয়ের গা ঘেঁষে বললো, 'আমার তোমাকে কিছু বলার আছে।স্বীকারোক্তিও বলতে পারো।'
নতুন বৌ আরো ঘন হয়ে পিন্টুর কাছ ঘেঁষে তার চোখে চোখ রেখে ফিসফিস করে বললো, 'আমারো তাই।'
ছিটকে সরে গিয়ে পিন্টু চেঁচিয়ে উঠলো, 'এই সেরেছে! তুমি আমার মোজা খেয়ে ফেলেছ নাকি!'