For Quick Alerts
For Daily Alerts
স্বামীর কথায় স্ত্রী চললেন রাজনীতিতে, পড়ুন মজাদার জোকস

নির্বাচনে দাঁড়াবার প্রেরণা আপনি কার থেকে পেলেন..?? মহিলা প্রার্থী কে রিপোর্টারের প্রশ্ন।
-আমার স্বামীর থেকে।
-সেটা কি ভাবে, যদি একটু বুঝিয়ে বলেন।
-এতে বোঝাবুঝির আর কি আছে। যতবার আমি ওর সাথে লড়েছি, জিতেছি আমিই..!!