For Quick Alerts
For Daily Alerts
মাথা ব্যাথায় চাই বৌ এর ভালোবাসা, পড়ুন এক মজাদাক জোকস্
কি ব্যাপার যদুবাবু, আজ চুপচাপ?
- হেই দুপুরথেকে মাথাটা ধইরা রইসে।
- বাম লাগিয়েছেন?

- হ,বাম লাগাইছি,ওসুদও খাইছি,মাথা ধুইয়া দেখছি,নাকে জল টাইনা দেখছি।কিছুতেই কিছু হইতাছে না।
- আমারও একবার এই রকম মাথা যন্ত্রনা হচ্ছিল।কিছুতেই কমে না।শেষে বউএর কোলে মাথা রেখে শুলাম।বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে, শাড়ীর আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রনা ভোঁ ভোঁ উড়ে গেলো।
- কন কি, তাই নাকি!?
- তবে আর বলি কি মশাই।একেবারে ম্যাজিক।
বাঃ - তা কখন গ্যালে আপনার বউরে বাড়ীতে পাওয়া যাইব?