For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর এবার নতুন সঙ্কট! ভারতে কত মহিলা চাকরি হারাচ্ছেন জানেন?

করোনা কালে যে কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে, তা এতদিনে সবাই বুঝে গিয়েছেন। তবে পরিস্থিতি একটু একটু করে বদলেছে। নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। কিন্তু চাকরি রইল কি? সেটাই এখন সবথেকে কঠিন প্রশ্ন। করোনা পরিস্থিতি ম্ল

  • |
Google Oneindia Bengali News

করোনা কালে যে কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে, তা এতদিনে সবাই বুঝে গিয়েছেন। তবে পরিস্থিতি একটু একটু করে বদলেছে। নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। কিন্তু চাকরি রইল কি? সেটাই এখন সবথেকে কঠিন প্রশ্ন। করোনা পরিস্থিতি ম্লান হতে শুরু করলেও শিয়রে হাজির আরও বড় বিপদ, তার নাম যুদ্ধ। আর তার জেরেও অনেকে চাকরি হারিয়েছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ভারতে কত মহিলা চাকরি হারাচ্ছেন জানেন?

২০২১-এর শেষের দিকে পরিস্থিতি ভাল হতে শুরু করলেও ২০২২-এর শুরুতে ছবিটা আবারও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষত ভারত ও বেশ কিছু দেশ, যাদের গড় উপার্জন মধ্য বা নিম্নমানের, তাদের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই মন্দার বাজারে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন মহিলারা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের নবম সংস্করণে উঠে এল সেই তথ্য।

ওয়ার্ল্ড অফ ওয়ার্ক শিরোনামে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মোট কাজের সময় অনেকটাই কমেছে। গোটা বিশ্বের নিরিখে কর্মসংস্থান কমেছে ৩.৮ শতাংশ। ২০২২-এর প্রথম ত্রৈমাসিকে বিশ্বে অন্তত ১১.২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন।

কাজ হারানোর ক্ষেত্রে পুরুষ ও মহিলার মধ্যে যে বিরাট ফারাক তৈরি হয়েছে রিপোর্টে তার উল্লেখ রয়েছে। ভারত ছাড়াও আরও কয়েকটি দেশেএকই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২০-র শেষ থেকেই এই পরিস্থিতির শুরু। ভারতে মহিলাদের কর্মসংস্থানের পরিস্থিতি খুবই খারাপ।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তথ্য বলছে, প্রতি ১০০ জন মহিলার মধ্যে সাম্প্রতিককালে কাজ হারিয়েছেন ১২.৩ জন। সেই তুলনায় পুরুষের বেকারত্বের হার অনেকটাই কম। প্রতি ১০০ জন পুরুষের মধ্যে কাজ হারিয়েছেন ৭.৫জন।

কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতির জন্য দায়ী চিনের লকডাউন, খাবার ও জ্বালানির মূল্যবৃদ্ধি আর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সমস্ত দেশগুলির প্রতি বার্তা দিয়েছে যাতে মানবিকতার সঙ্গে দেশগুলি বিষয়টা বিবেচনা করে।

২০২২-এর শেষের দিকে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করা হয়েছে। যে সব দেশে গড় উপার্জন বেশি তারা পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট বলছে ভারতে এই বিষয়গুলিতে নজর দেওয়ার প্রয়জন আছে। মহিলাদের বেকারত্ব কেন এত বাড়ছে,সে দিকে গুরুত্ব দেওয়ার কথাবলা হয়েছে রিপোর্টে। সামগ্রিক পরিস্থিতির উন্নতির কথাও বলা হয়েছে। বিশেষত করোনা পরিস্থিতির জেরে স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের উপস্থিতি কমেছে।

এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস জেনারেল সেক্রেটারি অমরজিৎ কাউর জানিয়েছেন, ৩০ থেকে ৬০ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে ও তাঁরা আর চাকরিতে যোগ দেয়নি। তাঁর দাবি কেন্দ্র নিজেই স্বীকার করে নিয়েছে যে লকডাউনের সময় অন্তত ৫০ শতাংশ মহিলা নিজের শহরে ফিরে গিয়েছেন, যাঁরা আর কাজে ফেরেননি।

English summary
Work hour reduced in the world in first quarter of 2022: ILO report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X