
best jobs for women: শিক্ষিকা হিসাবেই নয়! এই সমস্ত সেক্টরেও কেরিয়ার তৈরি করে মোটা বেতন পান মহিলারা
best jobs for women: পুরুষদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলা! নির্দিষ্ট কোনও সেক্টর নয়, সব জায়গাতেই মহিলারা কাজ করছে। একই সঙ্গে সুন্দর ভাবে সামলাচ্ছেন সংসারও। তবে ম্যানেজমেন্ট সেক্টর থেকে সোশ্যাল সার্ভিস সেক্টরে মহিলারা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ সামলাচ্ছেন। এছাড়াও এখন অনেক সেক্টর আছে যেখানে মহিলারা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে থাকে।
আর সেই কারণে এই সমস্ত ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করা হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সেক্টরের বিষয়ে-

শিক্ষাগত পেশায় বড় দায়িত্ব মহিলাদের
অন্যান্য ক্ষেত্রে চাকরি করলেও মহুলাদের জন্যে এখনও পর্যন্ত বেস্ট চাকরি হিসাবে শিক্ষাগত পেশাকেই দেখা হয়। অন্যান্য সেক্টরের থেকে এই সমস্ত ক্ষেত্রে পড়ানোর সময়সীমা অনেক কম। কিন্তু একজন শিক্ষিকা যতক্ষণ পড়ান যথেষ্ট নিয়েই পড়ান। ফলে অনেকেই এক্ষেত্রে মহিলাদেরই বেশি পছন্দ করে থাকেন।

এয়ারহোস্টেসের চাকরি
আকাশে ওড়ার স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু একটা বড় অংশের মহিলারা কেরিয়ারে এয়ার হোস্টেস হওয়ার কথা ভাবেন। এই চাকরিতে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়। তবে এই পেশাতে চাকরি করতে হলে কমিউনিকেশন স্কিল ভালো হওয়াটা প্রয়োজন। তবে এই পেশাতে চাকরি করতে হলে ১৯ বছর থেকে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এয়ারহোস্টেস প্রশিক্ষণ শেষে বিভিন্ন এয়ারলাইন্সে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

HR হিসাবে কাজের সুযোগ রয়েছে-
অন্যদিকে বড় অংশের মহিলারা ম্যানেজমেন্ট সেক্টরে কেরিয়ার তৈরি করতে চান। এমন ইচ্ছা থাকলে হিউম্যান রিসার্চ হিসাবে পড়াশুনা করতে পারেন। এবং কেরিয়ার হিসাবে বেছে নিতে পারেন। HR-এর কাজ হল তাদের কোম্পানির জন্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা এবং তাদের ইন্টারভিউ সংক্রান্ত কাজ দেখা।

ফ্যাশন ডিজাইনিংয়ের চাকরি -
নিজেকে এবং অন্যকে কি সাজাতে ভালোবাসেন? তাহলে আপনার জন্যে দারুন ডিজাইনিংয়ের চাকরি। বিশেষ করে মহিলাদের জন্যে তো বটেই। শুধু তাই নয়, মহিলাদের জন্যে ফ্যাশন ডিজানিংয়ের চাকরি বেস্ট অপশন বলেও মনে করেন অনেকে। ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা এবং স্নাতন করার মহিলারা এই ফিল্ডে কাজ শুরু করতে পারেন। মহিলাদের জন্যে দারুন সুযোগ রয়েছে এই সেক্টরে। জাতীয় স্তরে, প্রবেশিকা পরীক্ষাগুলিও আমাদের দেশে NIFT দ্বারা পরিচালিত হয়, কোনটি পরিষ্কার করার পরে কেউ ফ্যাশন ডিজাইনিংয়ের একটি ভাল কলেজে ভর্তি হতে পারে। পশ্চিমবঙ্গেও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনার দারুন সুযোগ রয়েছে।